একেবারে ভোটিং বুথের সামনে থেকে সিপিএম পার্টির ওই প্রার্থীকে অপহরণ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাম কর্মী ও সমর্থকরা।
৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ব্যাপক অশান্তি হিংসা হানাহানি দেখেছে সারা পশ্চিমবঙ্গ। জেলায় জেলায় রাজনৈতিক দলাদলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই হিংসা ভোটের পুনর্নির্বাচনের দিন কিছুটা স্তিমিত হয়ে এলেও ভোটের ফলাফলের আগের দিন রাত থেকে জেলায় জেলায় আবার অশান্তির ছবি স্পষ্ট। এবার বিরোধী দলের প্রার্থীদের খুঁজে না পাওয়া যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগণায়।
এই জেলার আমডাঙার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ১ জন বাম প্রার্থী নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গেছে। ৫৭ নম্বর বুথের সামনে থেকে সিপিএম পার্টির ওই প্রার্থীকে অপহরণ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাম কর্মী ও সমর্থকরা। সিপিএম প্রার্থীর নাম মহম্মদ কুতুবউদ্দিন। অপরদিকে, সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্ত। তাঁকেও অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
ভোটের ফলাফল ঘোষণার আগে তাঁকে অপহরণ করে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে। যদিও, দুটি অপহরণের অভিযোগই সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।
আরও পড়ুন-
Urfi Javed: স্তনের সঙ্গে লেপটে রয়েছে সূক্ষ্ম অলঙ্কার, উরফি জাভেদের আধো-ঢাকা শরীরে নেট দুনিয়ায় তোলপাড়
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস