রেশন সংক্রান্ত জটিলতা সমাধান করুন ঘরে বসে, ১ মিনিটে বদল করতে পারবেন রেশন দোকান
রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি আনতে অনলাইন ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। এবার মোবাইলে ওটিপি-র মাধ্যমে রেশন কার্ডের তথ্য আপডেট করা যাবে, রেশন দোকান বদল করা যাবে মাত্র ১ মিনিটে।
রেশন সংক্রান্ত জটিলতার দিন শেষ। এবার এই বিষয় বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার।
গণবন্টন ব্যবস্থায় আরও গতি ও স্বচ্ছতা আনতে এবার অনলাইন কাজে জোর দিয়েছে রাজ্য। গণবন্টন ব্যবস্থায় আরও গতি ও স্বচ্ছতা আনতে এবার অনলাইনেই যাবতীয় তথ্য আপডেটের ব্যবস্থাও করল খাদ্য দফতর।
বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে রেশন কার্ড ব্যবহার বাধ্যতামূলক হয়ে থাকে। এজন্য সরকারি অফিসে দিনের পর ঘোরার আর প্রয়োজন নেই।
মোবাইল ফোনে ঘরে বসে সব কাজ করতে পারবেন এবার থেকে। ১ মিনিটে বদল তকতে পারবেন রেশন দোকান। এই কারণে বিশেষ উদ্যোগ নিল সরকার।
এবার থেকে মোবাইলে ওটিপি ব্যবহার করে ১ মিনিটেই রেশন কার্ডে পরিষেবাগুলো সহজেই আপডেট করতে পারবেন গ্রাহকেরা।
এর জন্য সবার প্রথম আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। তারপর খুব সহজেই অনলাইনের মাধ্যমে এক ক্লিকে নিজের রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যের সংশোধন করতে পারবেন গ্রাহকেরা।
এক্ষেত্রে প্রথমে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। তারপর অনলাইনে এক ক্লিকে নিজের রেশন কার্ড সংক্রান্ত তথ্য পাবেন।
এই সবের আগে আপনার মোবাইল নম্বরও সংযুক্তিকরণ করতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে। এতে সব কাজ করা সহজ হবে।
তাই দেরি না করে এই কাজ করে নিন। রেশন সংক্রান্ত কাজ করুন ঘরে বসেই।
তেমনই সমস্যা হলে ফোন করতে পারেন। গ্রাহকরা এবার ফোনেও রেশন সংক্রান্ত তথ্য পেতে পারেন। ১৯৬৭/১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বর ডায়েল করলে সরাসরি কথা বলতে পারবেন।