বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মনদৌস। তামিলনাড়ু, অন্ধ্র এবং পুদুচেরি সমুদ্র উপকূলে ১০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শ্রীলঙ্কার দিক থেকে ঘনীভূত হয়ে এসে দক্ষিণ ভারতের উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মনদৌস। এর জেরে টানা ৩-৪ দিন ধরে বৃষ্টি চলবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি সমুদ্র উপকূলে। আন্দামান নিকোবর উপকূলেও বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর তারই প্রভাবে শুক্রবার সকালে আরও কমে গেল দক্ষিণ বঙ্গের তাপমাত্রা।
৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে বাংলায় শীত অনুভূত হচ্ছে বেশ ভালোরকম। প্রায় সব জেলাতেই টের পাওয়া যাচ্ছে বাতাসের হিমেল ভাব। সকালের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে বহু জায়গায়।
শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গিয়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আজ বেশির দিকেই থাকবে, ফলত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।
অন্যদিকে, উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিঙ জেলায় বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সামান্য বেড়ে গেছে তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার সকালে তা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। কালিম্পং জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
বাঁকুড়া ও বর্ধমান জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃহস্পতিবারের মতো শুক্রবারও আকাশ কিছুটা মেঘলা হয়ে থাকতে পারে।
আরও পড়ুন-
জনসমক্ষে কেড়ে নেওয়া হবে মানুষের প্রাণ, আফগানিস্তানে ফের এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল তালিবান
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা, আগে থেকে টিয়ার গ্যাসের সেল মজুত করে রাখছে পুলিশ