কবে পর্যন্ত চলবে হিট ওয়েভ? কবে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

মার্চের গরমে নাজেহাল সকলে। হাওয়া অফিস জানালো, রবি ও সোমবার হিট ওয়েভ চলবে এবং আগামী সপ্তাহে বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sayanita Chakraborty | Published : Mar 16, 2025 6:07 PM
110

মার্চের গরমেই নাজেহাল অবস্থা সকলের। এখনও বাকি এপ্রিল থেকে জুন। চলতি বছরে যে কতটা গরম পড়তে পারে তা এখনই বোঝা যাচ্ছে।

210

এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানাল কবে হবে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি।

310

সূত্রের খবর, রবি-সোম চলবে হিট ওয়েভ। কাল আরও ২ ডিগ্রি বাড়তে পারে গরম। চরমে উঠবে গরম।

410

উত্তরবঙ্গের পার্বত্য জেলায় কাল হতে পারে বৃষ্টি। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিহার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

510

এদিকে কলকাতায় কালও থাকবে হট ডে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রখর হবে সূর্যের তাপমাত্রা।

610

সোমবার পর্যন্ত গরম থাকবে চরমে। রাতেও হবে অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

710

তবে, আগামী সপ্তাহের বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে।

810

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ৩৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

910

আগামী কাল আরও বাড়বে গরম। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

1010

সব মিলিয়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos