আরও বাড়বে গরম! আগামী দু'দিনে চরমে উঠতে পারে তাপমাত্রা, অসহ্য গরমে দাউ দাউ করে পুড়বে বঙ্গ
অসহ্য গরমে দাউ দাউ করে পুড়ছে বাংলা! অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত। ঠিক কতদিন আর গরমে ভোগাবে গরম?
পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে পশ্চিমের গরম হওয়া যার দরুণ কমছে না তাপ প্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিং মেদিনীপুরে এখনই কমবে না তাপমাত্রা।
বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলার তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি ছুয়েছে। ফলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতাতেও এখনই মিলবে না শান্তি ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁতে পারে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অস্বস্তি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়বে। আরও চরমে উঠবে অস্বস্তি।
দু দিনে আরও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। সপ্তাহান্তে অস্বস্তি আরও বাড়বে।
কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ । তাপমাত্রা আরও বাড়বে। আদ্রতা জনিত কারণে আরও বাড়বে অস্বস্তি।
তবে রাতের দিকে সামান্য বৃষ্টিপাতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি।