দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস, কয়েকদিন ছুটি নিয়ে পাহাড় থেকে ঘুরে আসবেন?

Published : Dec 07, 2024, 10:41 PM ISTUpdated : Dec 07, 2024, 11:02 PM IST
Snowfall

সংক্ষিপ্ত

ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সারা রাজ্যের মানুষ আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকিয়ে।

পাহাড়ে বেড়াতে গিয়েছেন বা যাচ্ছেন? ভালো খবর আছে। লেপচাজগৎ, কালিম্পং, লাভা, রিশপে যদি থাকেন, তাহলে তুষারপাতের আনন্দ পেতে পারেন। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ম্যালে থাকলে হয়তো তুষারপাত দেখতে পাবেন না, কিন্তু আশেপাশের অঞ্চলগুলিতে সকালবেলা গেলেই সাদা চাররের আস্তরণ চোখে পড়তে পারে। সান্দাকফুতে তো তুষারপাতের আনন্দ উপভোগ করতেই পারেন। তবে সাবধান! দার্জিলিঙে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে পাহাড়ে তাপমাত্রা কমে যাবে। তুষারপাত এবং বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই যাঁরা এই সময়ে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁদের সতর্ক থাকা জরুরি। ঠান্ডা মোকাবিলার জন্য উপযুক্ত পোশাক দরকার। গাড়ি নিয়ে কোথাও যাওয়ার সময় ঝুঁকি না নেওয়াই ভালো।

রাজ্যের বাকি অংশে আবহাওয়া কেমন থাকতে পারে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙের পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন কুয়াশাও থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর ফলে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বেশি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকতে পারে।

বৃষ্টির পর তাপমাত্রা কমবে?

যে কোনও আবহাওয়া পরিবর্তনের আগে বৃষ্টি হয়। ফলে রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে বলে আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এবার তুষারপাত হবে ভারতবর্ষ জুড়ে? শীত নিয়ে ভয়াবহ আপডেট দিল আবহাওয়া দফতর

আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় পড়বে বরফ! তাপমাত্রা নামবে মাইনাসে? কী বলছে আবহাওয়া দফতর

চলতি সপ্তাহেই রাজ্যে আসছে শীতের আমেজ, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন