সংক্ষিপ্ত
আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় পড়বে বরফ! তাপমাত্রা নামবে মাইনাসে? কী বলছে আবহাওয়া দফতর
এবার ভয়ঙ্কর গরম সহ্য করেছিল বাংলার মানুষ। তারপর প্রবল বৃষ্টিতে ডুবতে হয়েছিল দুই বঙ্গকেই। এবার জাঁকিয়ে পড়বে শীত! এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। দুর্গাপুজোর পর থেকেই মোটামুটি উধাও হয়ে গিয়েছে গরম। বৃষ্টিও কমেছে বেশ খানিকটা।ধীরে ধীরে জলীয় বাষ্পে হিমেল পরশ আসতে শুরু করেছে। না এখনও ঠান্ডা পড়েনি। তবে খুব তাড়াতাড়ি আসছে শীতকাল । এবার নভেম্বরেই পড়বে জাঁকিয়ে শীত। উত্তরবঙ্গে শীত ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে, পশ্চিমা বাতাস ভূমধ্যসাগরে তৈরি হয়ে ভারতের উত্তর দিকে জম্মু-কাশ্মীরে ঢুকেছে। এবার যা ঠান্ডা পড়তে পারে তাতে বলতেই পারেন যে এইবছর রীতিমতো বরফ পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে কলকাতায়! গরমের সঙ্গে পাল্লা দিয়ে জাঁকিয়ে পড়তে পারে শীত।
আরও একটা সপ্তাহ চলবে শুষ্ক আবহাওয়া। গত ২৪ ঘণ্টায় বেশ অনেকটা কমে গিয়েছে তাপমাত্রা। ৪৮ ঘণ্টার মধ্যে আরো ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ। সামনের সপ্তাহে ১৮-র ঘরে নেমে যেতে পারে পারদ, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
বহু এলাকায় এখন থেকেই শুরু কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। দার্জিলিং-এর তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে পারদ। তবে এখন এইরকমই থাকবে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝির আগে ঠিক মতো শীত পড়বে না কলকাতায়। তবে জেলায় শীত পড়বে অতি দ্রুত। বর্তমানে বিভিন্ন জেলার তাপমাত্রা পুরুলিয়া ১৪.১, শ্রীনিকেতন ১৫.৪, ঝাড়গ্রাম ১৬, আসানসোল ১৭.৬, বাঁকুড়া ১৮। দার্জিলিং ৬.৮, কালিম্পং ১৪.৫, কোচবিহার ১৬.৬, আলিপুরদুয়ার ১৭.৭, জলপাইগুড়ি ১৭.৯