
এবার সেইসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবাগুলির পদ্ধতি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা।
অন্যান্য পরিষেবার সঙ্গে এই প্রকল্পটির জন্যও আবেদনপত্র জমা দিয়েছেন প্রচুর মহিলা।
মহিলাদের আর্থ সামাজিক দিক দিয়ে উন্নতি ঘটানোর লক্ষ্যেই শুরু করা হয় এই প্রকল্পটি।
অন্যদিকে, জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে সরকারি অনুদান পেয়ে থাকেন।
তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা সহজেই দেখা যাবে (Lakshmi Bhandar Update)।
সাধারণত, লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে গেলে আধার নম্বর কিংবা মোবাইল নম্বরের মতো পার্সোনাল ডিটেইলস জমা দিতে হয় (Lakshmi Bhandar Latest Update)।
এবার কয়েকটি স্টেপ জেনে নিন (Lakshmir Bhandar Status)।
তারপর টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/
সেখানে ডানদিকে উপরের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে Track applicant Status
Track applicant Status-এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি অপশন দেখতে পাবেন।
এই চারটি অপশন দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে।
তারপর পাশেই দিতে হবে ক্যাপচা কোড।
সেইসঙ্গে, এটাও দেখে নিতে পারবেন যে, আপনার আবেদনপত্র কবে জমা হয়েছে (Lakshmir Bhandar Application Status)।
আবেদনপত্রটি রিভিউয়ের পর যদি ফর্মটি নির্ভুল হয়ে থাকে, তাহলে আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা অবশ্যই পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।