TMC leader Humayun Kabir: আবারও চিকিৎসকদের সতর্ক করেছেন হুমায়ুন কবির। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের নিশানা করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি হুমকি দিয়েছিলেন, "যেদিন আমি জেল থেকে বেরিয়ে আসব, আমি ৫০ হাজার লোককে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাব।"
হুমায়ুন কবির বলেন, "ডাক্তারদের কাজকর্মের ওপর আমি নজর রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কী হয়, জুনিয়র ডাক্তারদের কাজ... সরকারি ভবন থেকে... সরকারি বিদ্যুতের এসির হাওয়া উপভোগ করছে। ফ্যাশনের হাওয়া... বিল্ডিংয়ে ঘুমিয়ে কি হয়, সবটাই নজর রাখছি। বহরমপুর মেডিক্যাল কলেজে বসে যারা আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছে, সব হিসেব বুঝে নেবো৷''
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বহরমপুর শাখা, আইএমএ, পুলিশ সুপারকে একটি চিঠি লিখেছে, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার অনুরোধ করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেছিলেন। হুমকির কারণে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছে চিকিৎসক সংগঠন। এই দাবি নিয়ে আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি প্রতিনিধি দল পেশ করতে চলেছে IMA-এর বহরমপুর শাখা। তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও দেননি।
এর আগেও ১১ সেপ্টেম্বর হুমায়ুন কবির এমন কিছু মন্তব্য বলেছিলেন, যার কারণে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তৃণমূল বিধায়ক বলেন, "মানুষও মারা যাচ্ছে, তাহলে ডাক্তারদের রক্ষা করা হবে কেন? আজ যদি মানুষ হাসপাতালে গিয়ে প্রাণ হারায়, মারা যায়... তাহলে তারা (ডাক্তার) জনরোষে আক্রান্ত হলে দায়ী কে? যদি তারা তা বলে, তাহলে আমরা পেন-ডাউন ধর্মঘটে যাব কারণ সংবিধান আমাদের সেই বিল্ডিং জনগণের সঙ্গে ঘেরাও করার অধিকার দিয়েছে।"