এই বছর স্নো ফল হবে কলকাতায়? জাঁকিয়ে আসছে ভয়ঙ্কর শীত, কয়েক সপ্তাহ পড়েই গায়ে জড়াতে হবে সোয়েটার!

এই বছর স্নো ফল হবে কলকাতায়? জাঁকিয়ে আসছে ভয়ঙ্কর শীত, কয়েক সপ্তাহ পড়েই গায়ে জড়াতে হবে সোয়েটার!

Anulekha Kar | Published : Oct 19, 2024 5:12 PM IST
19

এবার ভয়ঙ্কর গরম সহ্য করেছিল বাংলার মানুষ। তারপর প্রবল বৃষ্টিতে ডুবতে হয়েছিল দুই বঙ্গকেই।

29

এবার জাঁকিয়ে পড়বে শীত! এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। 

39

দুর্গাপুজোর পর থেকেই মোটামুটি উধাও হয়ে গিয়েছে গরম। বৃষ্টিও কমেছে বেশ খানিকটা।

49

ধীরে ধীরে জলীয় বাষ্পে হিমেল পরশ আসতে শুরু করেছে। না এখনও ঠান্ডা পড়েনি। তবে খুব তাড়াতাড়ি আসছে শীতকাল ।

59

এবার নভেম্বরেই পড়বে জাঁকিয়ে শীত। উত্তরবঙ্গে শীত পড়বে আর কয়েক সপ্তাহের মধ্যেই।

69

এখনই পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২০ থেকে ২৩ ডিগ্রির মধ্যে। বলতে গেলে শুরুই হয়ে গিয়েছে শীতের আমেজ।

79

আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে, পশ্চিমা বাতাস ভূমধ্যসাগরে তৈরি হয়ে ভারতের উত্তর দিকে জম্মু-কাশ্মীরে ঢুকেছে।

89

সেখান থেকে হিমালয়ের গা ঘেঁষে এটি রাজ্যের উত্তর এলাকায় মাঝে মধ্যেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই কারণেই এবার শীতও পড়বে দ্রুত।

99

এবার যা ঠান্ডা পড়তে পারে তাতে বলতেই পারেন যে এইবছর রীতিমতো বরফ পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে কলকাতায়! গরমের সঙ্গে পাল্লা দিয়ে জাঁকিয়ে পড়তে পারে শীত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos