ঘূর্ণিঝড় 'ডানা'র ঝাপটে লন্ডভন্ড হতে পারে বাংলা, কালীপুজোর আগেই দুর্যোগের ভ্রুকুটি
কালীপুজোর আগে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে পশ্চিমবঙ্গ। তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।
Saborni Mitra | Published : Oct 19, 2024 8:27 PM / Updated: Oct 19 2024, 08:28 PM IST
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
দুর্গাপুজোরর আগেই দুর্যোগ ডেকে এনেছিল বৃষ্টি। বানভাসি হয়েছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।
লন্ডভন্ড হতে পরে বাংলা
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ওড়িশা বা পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের কোনও একটি বিপর্যস্ত হতে পারে ঘূর্ণিঝড়ের কারণে।
গতিবেগ
হাওয়া অফিসের পূর্বাভাস ঘূর্ণিঝ়ড় যদি তৈরি হয় তাহলে তার গতিবেগ হবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে 'ডানা'। নাম দিয়েছে কাতার।
বিদেশী আবহাওয়া দফতরের তথ্য
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। আন্দামান সমুদ্রের উপর একটি লো ট্রপোস্ফিয়ার স্তরের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাব
প্রভাবে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হবে। IMD অনুসারে ২৩-২৫ অক্টোবর পর্যন্ত ওড়িশার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ে পরিণত
আন্দামান সমুদ্রের ওপর নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। ২০ অক্টোবর ও তর আসেপাশে সেটি মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। সেখানেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময়
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২২-২৩ অক্টোবরের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
উপকূলে আঘাত
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় সিস্টেমটি ২৩-২৪অক্টোবর ওড়িশায় আঘাত হানতে পারে। তবে এর গতি খুব ধীর হবে।
ঘূর্ণিঝড়ের গতিবিধি
বিদেশের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি উপসাগরের উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৬-২৭ অক্টোবর পারাদ্বীপ পার করে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করতে পরে।
ভারতের হাওয়া অফিসের পূর্বাভাস
ভারতের হাওয়া অফিস বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হবে। কিন্তু সেটি খুব একটি শক্তিশালী হবে না। ৬৫-৮০ কিলোমিটার প্রতিঘণ্টা হবে গতিবেগ।
ল্যান্ডফল
ভারতের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি ল্যান্ডফল করতে পরে গোপালপুর-ছতরপুরের মত কোনও একটি স্থানে। পশ্চিমবঙ্গে আসবে না।
ল্যান্ডফল ওড়িশায়
আইএমডি-র জিএফএস মডেল অনুসারে সাইক্লোনিক সিস্টেম ট্র্যাকিং জানাচ্ছে উর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে বিস্তৃত রয়েছে অ্যাকটিভ অক্ষরেখা যা মায়নমার থেকে পশ্চিমবঙ্গ- ওড়িশা দিয়ে রয়েছে৷ এই মডেল অনুসারে ওড়িশার উত্তর দিকে কোথাও হতে পারে ল্যান্ডফল৷