ঘূর্ণিঝড় 'ডানা'র ঝাপটে লন্ডভন্ড হতে পারে বাংলা, কালীপুজোর আগেই দুর্যোগের ভ্রুকুটি

কালীপুজোর আগে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে পশ্চিমবঙ্গ। তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : Oct 19, 2024 8:27 PM / Updated: Oct 19 2024, 08:28 PM IST
112
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

দুর্গাপুজোরর আগেই দুর্যোগ ডেকে এনেছিল বৃষ্টি। বানভাসি হয়েছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

212
লন্ডভন্ড হতে পরে বাংলা

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ওড়িশা বা পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের কোনও একটি বিপর্যস্ত হতে পারে ঘূর্ণিঝড়ের কারণে।

312
গতিবেগ

হাওয়া অফিসের পূর্বাভাস ঘূর্ণিঝ়ড় যদি তৈরি হয় তাহলে তার গতিবেগ হবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে 'ডানা'। নাম দিয়েছে কাতার।

412
বিদেশী আবহাওয়া দফতরের তথ্য

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। আন্দামান সমুদ্রের উপর একটি লো ট্রপোস্ফিয়ার স্তরের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

512
ঘূর্ণিঝড়ের প্রভাব

প্রভাবে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হবে। IMD অনুসারে ২৩-২৫ ​​অক্টোবর পর্যন্ত ওড়িশার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

612
ঘূর্ণিঝড়ে পরিণত

আন্দামান সমুদ্রের ওপর নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। ২০ অক্টোবর ও তর আসেপাশে সেটি মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। সেখানেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

712
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময়

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২২-২৩ অক্টোবরের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

812
উপকূলে আঘাত

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় সিস্টেমটি ২৩-২৪অক্টোবর ওড়িশায় আঘাত হানতে পারে। তবে এর গতি খুব ধীর হবে।

912
ঘূর্ণিঝড়ের গতিবিধি

বিদেশের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি উপসাগরের উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৬-২৭ অক্টোবর পারাদ্বীপ পার করে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করতে পরে।

1012
ভারতের হাওয়া অফিসের পূর্বাভাস

ভারতের হাওয়া অফিস বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হবে। কিন্তু সেটি খুব একটি শক্তিশালী হবে না। ৬৫-৮০ কিলোমিটার প্রতিঘণ্টা হবে গতিবেগ।

1112
ল্যান্ডফল

ভারতের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি ল্যান্ডফল করতে পরে গোপালপুর-ছতরপুরের মত কোনও একটি স্থানে। পশ্চিমবঙ্গে আসবে না।

1212
ল্যান্ডফল ওড়িশায়

আইএমডি-র জিএফএস মডেল অনুসারে সাইক্লোনিক সিস্টেম ট্র্যাকিং জানাচ্ছে উর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে বিস্তৃত রয়েছে অ্যাকটিভ অক্ষরেখা যা মায়নমার থেকে পশ্চিমবঙ্গ- ওড়িশা দিয়ে রয়েছে৷ এই মডেল অনুসারে ওড়িশার উত্তর দিকে কোথাও হতে পারে ল্যান্ডফল৷

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos