চিকিৎসকের ধর্ষণ ও খুনের সময় কোথায় ছিলেন সন্দীপ ঘোষ? ফোনের লোকেশন থেকে ভয়ঙ্কর তথ্য পেল সিবিআই

Published : Sep 10, 2024, 02:31 PM ISTUpdated : Sep 10, 2024, 04:14 PM IST
RG kar case CBI in mortuary to probe Sandeep Ghoshs dead body scam bsm

সংক্ষিপ্ত

চিকিৎসকের ধর্ষণ ও খুনের সময় কোথায় ছিলেন সন্দীপ ঘোষ? ফোনের লোকেশন থেকে ভয়ঙ্কর তথ্য পেল সিবিআই

আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে উত্তাল বঙ্গ তথা দেশ। এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সামিল হয়েছে সারা বিশ্ব। ঘটনার এক এক মাস পরেও দোষী চিহ্নিত করী গেল না। দেহ উদ্ধারের দিন রাতে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। আর্থিক দুর্নীতির কারণে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকেও। এবার সন্দীপের বিরুদ্ধে সামনে আসছে একের পর এখ ভয়াবহ তথ্য।

ঘটনার দিনে কোথায় ছিল সন্দীপের মোবাইলের লোকেশন তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, বারুইপুরের স্টেশন সংলগ্ন এলাকায় ছিল সন্দীপ ঘোষের মোবাইল টাওয়ারের লোকেশন।

৮ অগাস্ট ঘটনার দিন কোথায় ছিলেন সন্দীপ তার তদন্তে নেমে সিবিআইয়ের নজরে পড়ল নমিতা সেবায়াতন। জানা যায়, ওই সন্দীপের ফোনের লোকেশন বারুইপুর সংলগ্ন এলাকায় ছিল। সন্দীপের লোকেশন বারবার খতিয়ে দেখে প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় ওই লোকেশনেই দেখা গিয়েছে।

জানা গিয়েছে নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস চালাতেন সন্দীপ ঘোষ এমনই ইঙ্গিত পেয়েছে সিবিআই। এ ছাড়াও পাওয়া গিয়েছে বিভিন্ন লিফলেট ও বিজ্ঞপ্তি।

এই লোকেশন থেকে পাওয়া নমিতা সেবায়তনের কর্তৃপক্ষর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই। ঘটনার দিন কোথায় কতক্ষণ ছিলেন সন্দীপ তা নিয়ে কড়া বাবে দৃষ্টি নিক্ষেপ করছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

                                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান