সোমবার সারাদিনই দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।
25
বর্ষা বিদায় পর্ব শুরু?
বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে ১৪ সেপ্টেম্বর। রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায়। বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে ভাতিন্দা ফতেহাবাদ পিলানি আজমের দিশা, ভুজ পর্যন্ত বিস্তৃত।উত্তর মধ্য উত্তর প্রদেশ এবং পূর্ব ঝাড়খন্ডে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি বাংলার উপর দিয়ে গিয়েছে।
35
ফের সাগরে নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উৎসবের মরশুমে জোড়া নিম্নচাপে মাটি হতে পারে পুজোয় ঠাকুর দেখার আনন্দ! কারণ, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যারফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা সহ দুই মেদিনীপুরে। কলকাতাতেও ভারী বৃষ্টি। সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
55
কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে তৃতীয়া থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ফলে পুজোর শেষদিকে জেলায়-জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুধু তাই নয়, এই সময়ে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করেছে হাওয়া অফিস।