Madhyamik 2025: মাধ্যমিকে সর্বোচ্চ পাশের হার কোন জেলায়? কলকাতা কত স্থানে রয়েছে জানেন

Published : May 02, 2025, 11:26 AM ISTUpdated : May 02, 2025, 11:28 AM IST
Madhyamik Exam 2025

সংক্ষিপ্ত

২০২৫ সালের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। রায়গঞ্জের আদৃত সরকার প্রথম স্থান অধিকার করেছেন। এই বছর পাশের হার ৮৬.৫৭ শতাংশ।

শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল প্রকাশ। আজ প্রকাশিত হবে ২০২৫-এর মাধ্যমিকের ফল। পর্যদের তরফে সকাল ৯টা নাগাদ ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবে পর্ষদ।সকাল ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফল জেনে নিতে পারবে। সকাল ১০টা থেকে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। এই বছরেও ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে বেশি। এই বছর পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর জেলায়, তারপর কালিম্পং ও কলকাতা। এই বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৭ শতাংশ। গত বছরে পাশের হারের তুলনায় এই বছর পাশের হার বেশি। এই বছর মোট ৯লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে।

২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ৬৬ জনের নাম রয়েছে। এই বছর প্রথম হল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল থেকে আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। ৯৯.৪ শতাংশ। উত্তর দিনাজ পুর থেকে। মাধ্যমিকে দ্বিতীয় মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্তুল থেকে সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে তৃতীয় কতুলপুর হাইস্কুল থেকে ঈশানী চক্রবর্তী। এই বছর জেলা ভিত্তিক পাশের হার কত জানেন?

২০২৫ সালের মাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার

১) পূর্ব মেদিনীপুর: ৯৬.৪৬ শতাংশ।

২) কালিম্পং: ৯৬.০৯ শতাংশ।

৩) কলকাতা: ৯২.৩ শতাংশ।

৪) পশ্চিম মেদিনীপুর: ৯১.৪১ শতাংশ।

৫) উত্তর ২৪ পরগনা: ৯০.০৮ শতাংশ।

৬) দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৯৫ শতাংশ।

৭) হুগলি: ৮৯.৮৯ শতাংশ।

৮) হাওড়া: ৮৮.৭৫ শতাংশ।

৯) নদিয়া: ৮৮.৭৪ শতাংশ।

১০) পূর্ব বর্ধমান: ৮৫.০৫ শতাংশ।

১১) ঝাড়গ্রাম: ৮৪.৯৩ শতাংশ।

১২) কোচবিহার: ৮১.৬৩ শতাংশ।

১৩) মুর্শিদাবাদ: ৭৯.০২ শতাংশ।

১৪) মালদা: ৭৮.১৫ শতাংশ।

১৫) দার্জিলিং: ৭৮.০৫ শতাংশ।

১৬) দক্ষিণ দিনাজপুর: ৭৭.৯৬ শতাংশ।

১৭) পুরুলিয়া: ৭৭.৮৫ শতাংশ।

১৮) বাঁকুড়া: ৭৭.৭ শতাংশ।

১৯) বীরভূম: ৭৫.৪১ শতাংশ।

২০) পশ্চিম বর্ধমান: ৭৩.৮৭ শতাংশ।

২১) আলিপুরদুয়ার: ৭২.৭১ শতাংশ।

২২) উত্তর দিনাজপুর: ৭১.০৩ শতাংশ।

২৩) জলপাইগুড়ি: ৬৯.৪৭ শতাংশ।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?