স্বামীর সুরে সুর মেলালেন রিঙ্কু ঘোষ, দিলীপকে আগলে রেখে তুলোধনা করলেন সমালোচকদের

Published : May 02, 2025, 10:23 AM ISTUpdated : May 02, 2025, 10:58 AM IST

Rinku Ghosh: দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ। স্বামীর পাশে দাঁড়িয়ে নাম না করে তিনিও দিলীপের সুরে সুর মিলিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীরে। 

PREV
115
বিতর্কে দিলীপ ঘোষ

কয়েক দিনের মধ্যে পরপর বিতর্কে জড়াচ্ছেন দিলীপ ঘোষ। প্রথম চর্চা শুরু হয়েছিল তাঁর বিয়ে নিয়ে। দ্বিতীয় চর্চা তাঁর দিঘার জগন্নাথ মন্দির দর্শন নিয়ে।

215
মমতার পাশে দিলীপ

দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি সস্ত্রীক দিলীপ ঘোষ দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

315
বিজেপির নিশানায় দিলীপ

দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর দলের একাংশ তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। নাম না করেই দলের প্রথম সারির নেতারা নিশানা করেছে। কিন্তু একাংশ পাশে দাঁড়িয়েছে দিলীপের। দিলীপের সৌজন্যবোধের প্রশংসা করেছে।

415
পাশে স্ত্রী

এই অবস্থায় দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ। স্বামীর পাশে দাঁড়িয়ে নাম না করে তিনিও দিলীপের সুরে সুর মিলিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীরে।

515
স্ত্রীর বার্তা

স্ত্রী রিঙ্কু বলেছেন, 'উনি (দিলীপ) ব্যতিক্রমী। বড় বড় নেতা-মন্ত্রীদের থেকেও আলাদা উনি। সেই কারণেই এত জনপ্রিয়তা ওঁর। আমি আসলে বারণই করেছিলাম । ২৪ ঘণ্টা আগেও বারণ করি। বলেছিলাম, না গেলেই ভাল হয়। কিন্তু ওঁর ইচ্ছে ছিল। আমি ওঁর সঙ্গে আছি।'

615
রিঙ্কুর নিশানায় দলবদলুরা

রিঙ্কু ঘোষ এখানেই থামেননি। তিনি আরও বলেছেন, 'যাঁরা বিজেপিতে ইম্পোর্টেড প্রবলেমটা তাদেরই বেশি। দেখুন তারাই বেশি প্রতিবাদ জানাচ্ছে। যাদের নিজেদের একাধিক আদর্শ ছিল আমাদের একটাই আদর্শ। আমি সিপিএম, তৃণমূল বা কংগ্রেস থেকে আসিনি।'

715
মমতার সঙ্গে কথা

মমতার সঙ্গে কী কথা হল সেই প্রসঙ্গে রিঙকু জানিয়েছেন, কথা আর কী হবে!নেহাতই সৌজন্যতা। কারও সঙ্গে কথা বললেই কি আদর্শ পালটে যায়।কখনও নয়। তাও আবার আমাদের মতো মানুষের কোনও দিন পালটাবে না। এলাকাতেও বিরোধীদের সঙ্গে সৌজন্যের খাতিরে কথা বলি আমরা।

815
স্বামীর সঙ্গে চা চক্রে

দিঘা থেকে ফেরার পথে কোলাঘাটে স্বামীর সঙ্গে চা চক্রে গিয়েছিলেন রিঙ্কু ঘোষ।

915
ঠান্ডা রেখেছেন মেজাজ

তবে প্রবল সমালোচনার মুখে পড়ে দিলীপ ঘোষ যখন মেজাজ হারাচ্ছেন, তখন অত্যন্ত শান্ত ছিলেন রিঙ্কু। তিনি আগলে রাখছেন দিলীপ ঘোষকে।

1015
দল নিয়ে মন্তব্য

কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়ে রিঙ্কু বলেছেন দলে বর্তমানে তিনটি লাইন চলছে। যদিও বিক্ষোভকারী বিজেপি নেতা কর্মীরা জানিয়েছেন দলে কোনও লাইন নাই।

1115
মমতার পাশে সস্ত্রীক দিলীপ

বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বলেছিলেন দিলীপ ঘোষ আর স্ত্রী রিঙ্কু। এই ঘটনার ভিডিও আর ছবি শেয়ার হতেই চলে লাল হয়ে যায় বিজেপির নিচু তলার কর্মীরা

1215
তারপরই নিশানা দিলীপকে

এই ঘটনার পরই বিজেপিরই একাংশ নিশানা করেন দিলীপ ঘোষকে। যদিও দলের রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি।

1315
দিলীপের দলবদলের জল্পনা

যদিও দিলীপের দিঘা যাত্রী নিয়ে তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে। অনেকে আবার বলেছেন ২১ জুলাইয়ের মঞ্চে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে তৃণমূলের যোগ দিতে পারেন।

1415
অসীম সরকারের বার্তা

দিলীপ ঘোষের দিঘা যাত্রা নিয়ে বিজেপি নেতা অসীম সরকার বলেছেন, 'দিলীপ ঘোষ পরবর্তীতে কী পদক্ষেপ করতেন, তা দেখে মন্তব্য করা উচিত ছিল। দিলীপ ঘোষ ওতো কাচা রাজনীতিবিদ নন। হয়তো বৌদি বলেছিলেন, দিঘাতে এবার আমরা হানিমুনটা করি। দিলীপদা দেখলেন, এক কাজে দুই কাজ হবে, মুখ্যমন্ত্রীও আমাদের নিমন্ত্রণ করেছেন, তাহলে জগন্নাথ প্রভু দর্শনও হবে, হানিমুনও হয়ে যাচ্ছে।'

1515
দিলীপের পাশে

একাংশ যেমন দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, তেমনই দিলীপ ঘোষ পাশে পেয়েছেন অসীম সরকার, ফাল্গুনী পাত্র, খগেন মুর্মুর মত নেতা-নেত্রীদের।

Read more Photos on
click me!

Recommended Stories