Published : May 02, 2025, 07:20 AM ISTUpdated : May 02, 2025, 08:04 AM IST
Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র ফল আজ প্রকাশিত হবে। ছাত্রছাত্রীরা wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। সকাল ৯টায় প্রেস কনফারেন্স, ১০টা থেকে মার্কশিট সংগ্রহ।
আজ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র (Madhyamik Result) ফল প্রকাশিত হবে। প্রকাশিত হবে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট।
211
বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর (Students) সংখ্যা বেড়ে হয়েছিল ৯,৮৪,৮৯৪ জন। গত বছর থেকে ৬২ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবছর রাজ্য জুড়ে পরীক্ষাকেন্দ্র ছিল ২,৬৮৩ টি।
311
রেজাল্ট (Madhyamik Result) জানা যাবে ঘরে বসে জানতে পারবেন মাধ্যমিক পরীক্ষা ২০২৫ রেজাল্ট।
রেজাল্ট (Result) দেখতে হলে ক্লিক করুন wbbse.wb.gov.in-এ। এছাড়াও wbresults.nic.in এ রেজাল্ট দেখতে পাবেন।
511
শুক্রবার সকাল ৯টায় হবে প্রেস কনফারেন্স (Press Conference)। পর্ষদের তরফে জানান হয়েছে ২ মে ২০২৫ তারিখ সকাল ৯.৪৫ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (Website) এবং মোবাইল অ্যাপে (Mobile Apps) মাধ্যমিক ২০২৫-র রেজাল্ট পাওয়া যাবে। মাধ্যমিক পর্ষদ সূত্রে জানা গিয়েছে,
611
সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট (Marksheet) ও সার্টিফিকেট (Certificate) সংগ্রহ করা যাবে। প্রতিটি স্কুলকে এই সময় মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
711
আজই মিলবে মাধ্যমিক পরীক্ষার ((Madhyamik Exam) মার্কশিট। আজ ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন।
811
তার আগে ঘরে বসে দেখে নিন পরীক্ষার রেজাল্ট। দুটি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন রেজাল্ট।
911
কীভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট?
আজ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র ফল প্রকাশিত হবে। wbbse.wb.gov.in-এ যান সবার আগে।
1011
এই ওয়েবসাইট খুললেই দেখতে পাবেন WB Madhyamik class 10 result 2025 লিঙ্কে ক্লিক করুন। এবার আপনার রোল নম্বর ও জন্মতারিখ দিন।
1111
এবার স্কোরকার্ডের পিডিএফ স্ক্রিনে এসে যাবে। তা ডাউনলোড করতে পারবেন।