'বিদ্রোহী' হয়েই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? দিঘা সফর নিয়ে জল্পনা তুঙ্গে

Published : May 01, 2025, 10:42 PM ISTUpdated : May 02, 2025, 10:24 AM IST

Dilip Ghosh: সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে একই টেবিলে দিলীপ ঘোষকে বসতে দেখা গিয়েছে। 

PREV
112
আবারও আলোচনায় দিলীপ ঘোষ

মাস ঘুরতেও সময় পেল না। তারই মধ্যে এবারও আলোচনায় দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতিতে এমনিতেও চর্চিত নাম।

212
জল্পনায় দলবদল

সম্প্রতি বিয়ে করেছেন দিলীপ ঘোষ। সেই সময় আলোচনা হয়েছিল তাঁকে নিয়ে। কিন্তু এবার আলোচনা তাঁর দলবদল নিয়ে।

312
মমতার সঙ্গে এক টেবিলে

সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে একই টেবিলে তাঁকে বসতে দেখা গিয়েছে।

412
মমতাার শুভেচ্ছা বার্তা

দিলীপ ঘোষের বিয়ের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে উপস্থিত হননি। কিন্তু পুলিশকে দিয়ে তিনি দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

512
সেই কারণেই জল্পনা

আর সেই কারণেই দিলীপ ঘোষের দিঘা সফর নিয়ে তাঁর তাঁর বদলের জল্পন তুঙ্গে। সাধারণত দিলীপ ঘোষ রাজ্যে জনপ্রিয় তাঁর নরমগরম মন্তব্যের জন্য। কিন্তু এদিন দল বদল নিয়েই কিছুই বলেননি।

612
দিলীপ ঘোষের মন্তব্য

এদিনও দিঘা সিবিচে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ' হিন্দুত্ব শেখাবেন।' নিজের সভাপতিত্বের সময়ের কথাও মনে করিয়ে দিয়েছে। বলেছেন, '২৫৭ জন কর্মীর রক্তের বিনিময় ৭৭ বিধায়ক আর ১৯ জন সাংসদ তৈরি করেছিলাম।' তবে বর্তমানে দলের ভাঙনের কথাও উল্লেখ করেন তিনি।

712
কোনঠাসা দিলীপ?

বিজেপি এখনও রাজ্য সভাপতি নির্বাচন করেনি। কিন্তু বিজেপির একটি সূত্রের খবর দলে রীতিমত কোনঠাসা দিলীপ। দলের একটি অংশ এখনও চায় তাঁকেই সভাপতি করা হোক। কিন্তু বিরোধী শিবির তাতে নারাজ। বর্তমানে কোনও পদ নেই দিলীপের। আর সেই কারণেই কিছুটা কোনঠাসা বলেও দাবি একাংশের।

812
দিলীপের বার্তা

যদিও দল পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন দিলীপ। তিনি বলেছেন, 'আমি কোন দল পরিবর্তন করছি না, পশ্চিমবঙ্গ কি পরিবর্তন করতে হবে। অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটাও করবো। আমি বিজেপিতে আছি বিজেপিতে থেকেই পরিবর্তন করব বাকিরা বুঝে নি কে কোন দলে থেকে করবে।'

912
নিশানা শুভেন্দুকে

অন্যদিকে এদিন দিলীপ নাম না করেই বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, ' কারা আজকে বড় বড় কথা বলছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছে। এককালে কালিঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো।'

1012
দিলীপকে বাধা

যাইহোক বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত তাঁকে বোঝান হয়েছিল তিনি যাতে কালীঘাটে না যান। আর সেই কারণে মুর্শিদাবাদে কর্মসূচিও দেওয়া হয়েছিল। কিন্তু সব উপেক্ষা করে কেন গেলেন দিলীপ। প্রশ্ন উঠছে তাই নিয়েও।

1112
সংঘ ঘনিষ্ট দিলীপ

দিলীপ ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ট। তাই সেই কারণেই দলীয় শৃঙ্খলাতার ওপর তিনি জোর দেন বলেও মনে করছেন অনেকে। কিন্তু এখানে দলের নেতাদের কথা উপেক্ষা করে রীতিমত বিদ্রোহী দিলীপ।

1212
তবে এবার অন্য মেজাজে দিলীপ

তবে দিঘায় সস্ত্রীক দিলীপকে দেখা গেল অন্য মেজাজে। তিনি তৃণমূলে যোগ দেবেন না বিজেপিতে থাকবেন তা অবশ্য সময়ই বলে দেবে

Read more Photos on
click me!

Recommended Stories