Published : Mar 02, 2025, 10:20 AM ISTUpdated : Mar 02, 2025, 10:50 AM IST
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে লড়াই অব্যাহত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএ পেতে আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্টের রায় কি বদল আনবে, সেটাই এখন দেখার।
ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের লড়াই অব্যাহত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডেএ পেতে তাঁদের ঢেড় দেরি। এর ফলেই আন্দোলন ও আইনি লড়াই যে এখনও শেষ হয়নি, তা আবারও প্রমাণিত হলো। এখন রাজ্য কর্মীদের নজর সুপ্রিম সিদ্ধান্তের উপর।
212
সুপ্রিম কোর্টের রায় কি বদল আনবে?
সরকারি কর্মচারীদের আইনজীবীরা আশাবাদী যে, সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করবে এবং এই বিষয় চূড়ান্ত রায় দেবে।
312
মামলার 'তারিখ পে তারিখ'
তবে অতীতে মামলার 'তারিখ পে তারিখ'-বিষয় দেখে তাঁরা কিছুটা শঙ্কায়ও আছেন। এখন সবাই তাকিয়ে আছে ২৫ মার্চের দিকে, যেদিন এই ডিএ মামলা তালিকাভুক্ত হয়েছে।
412
রাজ্য সরকারি কর্মচারীদের উদ্বেগের কারণ-
শুনানি পিছিয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে, এবারও হয়তো মামলা আরও দীর্ঘায়িত হতে পারে। নতুন বেঞ্চে মামলা উঠলে কি দ্রুত রায় মিলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
512
বকেয়া ডিএ মেলেনি
হাইকোর্টে জয় পেলেও এখনও বকেয়া ডিএ মেলেনি।এখনও বকেয়া ডিএ মেলেনি।রাজ্য সরকার বারবার নতুন আইনি পদক্ষেপ নিচ্ছে, ফলে মামলা জটিল হয়ে যাচ্ছে।
612
ডিএ’র বকেয়ায় কেন্দ্র-রাজ্যের পার্থক্য-
বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ১৪% হারে ডিএ পাচ্ছেন, যা এপ্রিল থেকে হবে ১৮%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র-রাজ্য ডিএ ফারাক ৩৫%।
712
রাজ্যের কর্মচারীরা এখনও ৩৫% কম ডিএ পাচ্ছেন
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ (Dearness Allowance) নিয়ে জটিলতা কাটছেই না। সম্প্রতি রাজ্য সরকার ৪% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও, কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্যের কর্মচারীরা এখনও ৩৫% কম ডিএ পাচ্ছেন।
812
সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা
আপাতত ১৪% হারে ডিএ দেওয়া হচ্ছে, যা এপ্রিল থেকে বেড়ে হবে ১৮%। তবে বকেয়া ডিএ নিয়ে মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, আর এবার মার্চ মাসে সেই মামলার শুনানি হওয়ার কথা।
912
১৪ বার পিছিয়েছে শুনানি
১৪ বার পিছিয়েছে শুনানি, এবারও কি অনিশ্চয়তা? ডিএ মামলাটি প্রথম কলকাতা হাইকোর্টে ওঠে ২০২২ সালের ২০ মে। জিতলেই সমস্ত বকেয়া টাকা এক ধাক্কায় পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।
1012
স্পেশাল লিভ পিটিশন
তখন আদালত নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায় মেনে নেয়নি এবং স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে যায়।
1112
বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি
সেই থেকেই মামলা চলছে, কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি। এখন পর্যন্ত মোট ১৪ বার শুনানি পিছিয়েছে।
1212
রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা
ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে। ফলে এখন রাজ্য কর্মীদের নজর সুপ্রিম সিদ্ধান্তের উপর।