এবার বরফে ঢেকে যাবে সারা বঙ্গ? বছরের শুরুতেই বিরাট বদল আবহাওয়ার, আসছে হাড় কাঁপানো ঠান্ডা

Published : Dec 26, 2024, 06:22 PM ISTUpdated : Dec 26, 2024, 06:23 PM IST

এবার বরফে ঢেকে যাবে সারা বঙ্গ? বছরের শুরুতেই বিরাট বদল আবহাওয়ার, আসছে হাড় কাঁপানো ঠান্ডা

PREV
17

বছর শেষ হতেই হুড়মুড়িয়ে বাড়বে ঠান্ডা! গরমের আভাস কমবে রাজ্য জুড়ে। তুষারপাত হতে পারে বহু এলাকায়।

27

বছর শেষেও গরম কাটছে না বঙ্গজুড়ে। শীতের বিন্দুমাত্র লেশ নেই বড়দিনেও।

37

তবে বছর শেষ হতে না হতেই বদলাতে পারে আবহাওয়া। হাড় হিম করা ঠান্ডায় কাঁপতে পারে রাজ্যের বিভিন্ন এলাকা।

47

শনিবার পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

57

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। এ ছাড়াও রয়েছে লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা।

67

আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। আগামী ২ দিনে খুব একটা বদলাচ্ছে না আবহাওয়া।

77

রবিবারের পর নামতে পারে পারদ। কমতে পারে বেশ কিছুটা তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে পড়বে না শীত।

click me!

Recommended Stories