DA Hike: এই মহার্ঘ ভাতা বৃদ্ধি কি বাংলার সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে পারবে? কি বলছে সরকারি কর্মীরা

Published : Feb 21, 2025, 11:11 PM IST

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে,  যার ফলে রাজ্যের কর্মীদের মধ্যে একটি বিরাট ব্যবধান এবং অসন্তোষ তৈরি হয়েছে।

PREV
110

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

210

সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

310

তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।

410

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান।

510

মুখ্য়মন্ত্রী আরও বলেন ২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। ৭৫ হাজার কোটির দেনা শোধ করে কিভাবে করছি?

610

২০১৯ সালের ডিএসহ সরকারি কর্মচারীদের ২.৫৭ গুণ বেতন বেড়েছে। এবারের রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা ১৮% হারে ডিএ পান।

710

রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

810

মমতা বলেন, অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন। কুৎসায় কান দেবেন না। ২০১৯ সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল?

910

অনেকেই অনুমান করছেন এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী।

1010

৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর!

click me!

Recommended Stories