বঙ্গ বিজেপির সভাপতি বাছতে ৮টি পরামর্শ, লক্ষ্য ২০২৬-এর আগে গেরুয়া শিবিরকে এক সুতোয় বাঁধা

Published : Feb 21, 2025, 03:26 PM IST

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা সমীক্ষকদের রিপোর্টের ওপর।

PREV
110
বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা সমীক্ষকদের রিপোর্টের ওপর।

210
সমীক্ষকদের রিপোর্ট

সমীক্ষকদের রিপোর্ট বলছে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের মধ্যে দিয়েই রাজ্য বিজেপির ছন্নছাড়া ভাব কাটানোর পথ খোঁজা হচ্ছে। রাজ্য বিজেপিতে রয়েছে একাধিক ভরকেন্দ্র

310
রাজ্য বিজেপিতে একাধিক গোষ্ঠী

বিজেপি সূত্রের খবর রাজ্য বিজেপিতে রয়েছে একাধিক গোষ্ঠী। একটি গোষ্ঠী শুভেন্দু অধিকারীকে ঘিরে। একটি সুকান্ত মজুমদারকে ঘিরে। অন্যটি আবর্তিত হয় প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে। আর সেই কারণে রাজ্য় বিজেপি কিছুটা ছন্নছাড়া হয়ে রয়েছে।

410
বিজেপির গঠনতন্ত্র মাথায় রেখেই সিদ্ধান্ত

বিজেপি সূত্রের খবর সমীক্ষক সংস্থাগুলি বিজেপির গঠনতন্ত্র ও নীতি অক্ষুন্ন রেখেই পরবর্তী রাজ্যসভাপতি নির্বাচন করা হবে।

510
শুভেন্দু অধিকারীকে নিয়ে সমস্যা

শুভেন্দু অধিকারীকে বিজেপির অনেক নেতা কর্মীরাই চাইছেন। কিন্তু বিজেপির নীতিতে আটকে যাচ্ছে। কারণ এক ব্যক্তি এক পদ নীতি বাধা। কারণ শুভেন্দু বিরোধী দলনেতা।

610
দিলীপ ঘোষ

দিলীপ ঘোষকেও ফিরিয়ে আনার বিষয়ে বিজেপিতে কথাবার্তা হয়েছে। কিন্তু দলের একাংশ দিলীপে সায় দিচ্ছে না। তবে দিলীপের সাফল্যও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রের পাঠান সমীক্ষক দল।

710
দলের ভারসাম্য বজায় রাখা

বিজেপি সূত্রের খবর সমীক্ষক দল বঙ্গ বিজেপিতে ভারসাম্য বজায় রাখতে মরিয়া চেষ্টা করছে। একদিকে রাজ্য সভাপতি ও দলের প্রচার কমিটির প্রধান নির্বাচন করা হতে পারে।

810
লক্ষ্য ২০২৬

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে যথেষ্ট কড়া পদক্ষেপ করছে বিজেপি । তবে নির্বাচনে আগেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে রাজি নয়। প্রচার কমিটার মাথায় বসান হতে পারে প্রভাবশালী কাউকে।

910
প্রচার কমিটি গঠনের পরামর্শ

বিধানসভা নির্বাচনের এক বছর আগেই প্রচার কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। বিজেপির একটি অংশ মনে করছে প্রচার কমিটির প্রধানই হতে পারেন আগামী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

1010
সভাপতি হিসেবে নাম

সমীক্ষক দল রাজ্য বিজেপিকে একই সুতোয় বাঁধতে একটি পিছিয়ে পড়া বা কোনও জনজতি গোষ্ঠীর সাংসদ বা বিধয়ককে রাজ্য বিজেপির সভাপতি করার পরামর্শ দিয়েছে। ইতিমধ্যেই পরামর্শ পৌঁছেছে কেন্দ্রীয় নেতাদের কাছে।

Read more Photos on
click me!

Recommended Stories