Weather News: শীতকালেও ঝরছে ঘাম! বাংলায় কনকনে ঠান্ডার প্রত্যাবর্তন কবে?

Published : Jan 09, 2024, 06:58 AM IST

চলতি সপ্তাহের শেষ থেকেই হু হু করে পারদপতনের পূর্বাভাস।

PREV
18

ডিসেম্বর মাসের শেষ থেকে দক্ষিণবঙ্গে শীত প্রায় নেই বললেই চলে। প্রায় প্রত্যেকদিনই বেলা বাড়লে উঠছে চড়া রোদ। 

28

মহানগরীর ভিড়ে এই শীতকালেও ঘামছেন পথচলতি মানুষজন। যদিও, এরমধ্যে কিছুটা মন ভালো করা খবর দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই প্রত্যাবর্তন হতে পারে কনকনে ঠান্ডার।

38

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আসতে পারে চলতি সপ্তাহের শেষ দিকেই।

48

আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। জানুয়ারির ১০ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী।

58

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে, বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে।

68

উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

78

ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে।

88

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে।

click me!

Recommended Stories