- Home
- West Bengal
- West Bengal News
- Weather forecast: সপ্তাহান্তে কেমন থাকবে ঠান্ডা? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
Weather forecast: সপ্তাহান্তে কেমন থাকবে ঠান্ডা? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হাড় কাঁপানো শীতের দাপট, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি নীচে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

শীতের দাপটে কাঁপছে সারা বাংলা। সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। আজও ভোর থেকে হাড় কাঁপানো শীত। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
কদিন ধরেই ঠান্ডায় জবুথবু সকলে। এখন প্রশ্ন হল এই ঠান্ডা থাকবে কতদিন? হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। রবিবারে পর থেকে কিছুটা বাড়বে। তবে, উত্তরবঙ্গে সামনের অন্তত এক সপ্তাহ একই তাপমাত্রা থাকবে।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি বুধবার সকালেই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত তামিলনাড়ু চেন্নাই থেকে ১২৭০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে সেটি। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নীচে থাকবে পারদ। জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকে বেশিরভাগ জেলায়। আপাতত শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি থাকছে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকছে।
দক্ষিণবঙ্গের উত্তর ২৩ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় থাকবে ঘন কুয়াশা। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। এদিকে মঙ্গলবার ছিল কলকাতায় শীতলতম দিন। বুধবার সর্বনিম্ন তাপমাত্রার তেমন বদল হয়নি। আজ সামান্য পরিবর্তন হয়েছে আবহাওয়া।