"থানায় জমা দেওয়া অভিযোগ প্রত্যাহার না করলেই আরজি কর-এর মতো হবে"! দুষ্কৃতীরা এখনও অধরা

থানা থেকে অভিযোগ তুলে নিতে মহিলাকে চাপ দেয় তারা। অভিযোগ প্রত্যাহার না হলে আরজি করের ঘটনাও ঘটবে বলে জানান। কোনও মতে নববধূ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবে তার বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

 

আরজি কর-এর মতো ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয় গৃহবধু-কে। পারিবারিক সমস্যার জেরে গৃহবধু-কে ধর্ষণ করা হয়। এরপরেই নির্যাতিতা অভিযোগ দায়ের করে থানায়। ঘটানটি ঘটেছে মালদহের চাঁচলে। তবে দোষীদের এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। ভুক্তভোগী ওই মহিলা গণমাধ্যমে জানান, গত ৫ সেপ্টেম্বর ময়লা ফেলাকে কেন্দ্র করে জায়ের সঙ্গে তার পারিবারিক বিরোধ হয়। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বিবাদ চরমে পৌঁছায়।

পরদিন সকাল আটটার দিকে ওই মহিলা বাড়িতে একা ছিলেন। এই সময় জায়ের বাবা ও ভাই বাড়ি এসে অশ্লীল ভাষায় কথা বলা শুরু করেন। এরপরেই ওই মহিলাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর নির্যাতিতা চাঁচল থানায় জা-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে ফের ওই মহিলার বাড়িতে হামলা চালায় তিন দুষ্কৃতী। তার মুখে মাস্ক ছিল। থানা থেকে অভিযোগ তুলে নিতে মহিলাকে চাপ দেয় তারা। অভিযোগ প্রত্যাহার না হলে আরজি করের ঘটনাও ঘটবে বলে জানান। কোনও মতে নববধূ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবে তার বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

Latest Videos

ঘটনার পর রবিবার সকালে ফের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ওই গ্রামে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব গণমাধ্যমকে বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্তও শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik