হুগলিতে ঘুমন্ত মহিলার শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, বিজেপিকে নিশানা তৃণমূলের

হুলগির জাঙ্গিপাড়া এলাকার ঘটনা। রবিবার রাতে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, সেই সময় মহিলা ঘুমাচ্ছিলেন

হাওড়ার পর এবার হুলগিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে পাকড়াও করে স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে মারধর করে। থানাতেও দায়ের করা হয়েছে অভিযোগ। পরে পুলিস আইটিবিপি জওয়ানকে গ্রেফতার করে।

ঘটনা হুলগির জাঙ্গিপাড়া এলাকার ঘটনা। রবিবার রাতে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, সেই সময় মহিলা ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছ সেই সময়ই মহিলার শ্লীলতাহানি হয়েছে। মহিলার চিৎকারে পরিবারের সদস্য আর প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছায়। মহিলাকে উদ্ধার করে। পাকড়াও করে আইটিবিপি জওয়ানকে। এই ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে জওয়ানকে পাকড়াও করে গাছের সঙ্গে বেঁধে স্থানীয়রাও মারধর করে। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাইহোক এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

Latest Videos

Viral Video: কপ্টারে জানলার ধারে বসে ইরানি প্রেসিডেন্ট রাইসি, দেখুন জীবিত অবস্থায় তাঁর শেষ ভিডিও

জাঙ্গিপাড়ায় নির্যাতিত মহিলার গ্রামে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংহ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাহিনীর সদস্যদের হাতে মহিলার শ্লীলতাহানি হচ্ছে। এটা কাম্য নয়। এখন, রক্ষকই ভক্ষককে পরিণত হয়েছে। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা সরব হয়েছে। তিনি বলেন, 'এটা কী অভিযান শুরু হয়েছে? রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছিলেন। একই দিনে উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর হাতে এক জন মহিলা আক্রান্ত হয়েছিল। ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। অত্যাচারও করা হয়েছে।' তাঁর অভিযোগ বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী একত্রিত হয়ে কাজ করছে। ভোটাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে এজাতীয় কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন বাংলার মহিলা ভোটাররাই আক্রান্ত হচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে।

 

 

ভোটদানে বাধা দিতে হাওড়ার আবাসনে তালা ঝুলিয়ে বোমাবাজি দুষ্কৃতীদের, তারপরেই এল কেন্দ্রীয় বাহিনী

এর আগেই হাওড়ার উলুবেড়িয়াতেও মহিলা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। মহিলাকে ভোরবেলাতেই কুপ্রস্তাব দেওয়া হয়। মহিলাকে জোর করে চুমুও খায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।

'মুসলিম বিরোধী টোপ দিচ্ছে বিজেপি নেতারা', কমিশনকে মোদী-যোগীর বিরুদ্ধে নালিশ CPM-এর

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari