ভোটদানে বাধা দিতে হাওড়ার আবাসনে তালা ঝুলিয়ে বোমাবাজি দুষ্কৃতীদের, তারপরেই এল কেন্দ্রীয় বাহিনী

আরবিন্দ রোডের বৃন্দাবন আবাসনেই সোমবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রের খবর, হরগঞ্জ বাজারের এই আবাসনে বাইকে চেপে আসেন ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

 

উত্তপ্ত ভোটের হাওড়া। লিলুয়ার একটি আবাসনের মূল গেট বন্দ করে দিয়ে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। ওই চত্ত্বরে ব্যাপক বোমাবাজিও হয়। নিরাপত্তারক্ষীদের দাবি, গেটের তালা খুললে তাদের গুলি করে খুন করা হুমকি দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে গোটা পরিস্থিতি নিজেদের আওতায় আনে। আবাসনের গেটের তালা খুলে দেয়। আবাসনের ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থাও করে দেয়।

সোমবার পঞ্চম দফার ভোট চলছে গোটা রাজ্যে। শান্তিপূর্ণ ভোটদানের ব্যবস্থা করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সোমবার রাজ্যের সাত কেন্দ্রের সঙ্গে ভোট গ্রহণ হচ্ছে হাওড়া জেলাতেও। হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত লিলুয়া। উত্তর হাওড়ার লিলুয়ার আরবিন্দ রোডের বৃন্দাবন আবাসনেই সোমবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রের খবর, হরগঞ্জ বাজারের এই আবাসনে বাইকে চেপে আসেন ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারাই জোর করে আবাসনের মূল গেট বন্ধ করে দেয়। গেট খুললে নিরাপত্তরক্ষীদের গুলি করে খুনের হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ ভোটদানে বাধা দিতেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। আবাসনের বাসিন্দাদের মধ্যেই ভয়ের সঞ্চার করতেই এজাতী কাজ করেছে বলে অভিযোগ।

Latest Videos

Viral Video: কপ্টারে জনলার ধারে বসে ইরানি প্রেসিডেন্ট রাইসি, দেখুন জীবিত অবস্থায় তাঁর শেষ ভিডিও

মহিলাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ভোটের আগের রাতে তৃণমূলের কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় বাহিনীকে

বৃন্দাবন আবাসনে ভোটার সংখ্যা শতাধিক। আবাসনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীদের জওয়ানদের দেখে অনেকেই স্বস্থি পেয়েছে। আবাসনের নিরাপত্তরক্ষী জানিয়েছেন, যারা এসেছিলেন তারা সকলেই অপরিচিত। কোন রাজনৈতিক দলের তাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে তারা কোনও স্লোগানও দেয়নি। শুধু এসে গেট বন্ধ করে হুমকি দিয়েছিল। বোমাবাজিও করেছিল। তারপর সেখান থেকে চলে যায়।

'মুসলিম বিরোধী টোপ দিচ্ছে বিজেপি নেতারা', কমিশনকে মোদী-যোগীর বিরুদ্ধে নালিশ CPM-এর

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'চিন্ময় প্রভুকে মুক্তি দাও, না হলে সব পরিষেবা বন্ধ করে দেবো' চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র