ভোটদানে বাধা দিতে হাওড়ার আবাসনে তালা ঝুলিয়ে বোমাবাজি দুষ্কৃতীদের, তারপরেই এল কেন্দ্রীয় বাহিনী

Published : May 20, 2024, 03:23 PM ISTUpdated : May 20, 2024, 03:28 PM IST
vote

সংক্ষিপ্ত

আরবিন্দ রোডের বৃন্দাবন আবাসনেই সোমবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রের খবর, হরগঞ্জ বাজারের এই আবাসনে বাইকে চেপে আসেন ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। 

উত্তপ্ত ভোটের হাওড়া। লিলুয়ার একটি আবাসনের মূল গেট বন্দ করে দিয়ে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। ওই চত্ত্বরে ব্যাপক বোমাবাজিও হয়। নিরাপত্তারক্ষীদের দাবি, গেটের তালা খুললে তাদের গুলি করে খুন করা হুমকি দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে গোটা পরিস্থিতি নিজেদের আওতায় আনে। আবাসনের গেটের তালা খুলে দেয়। আবাসনের ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থাও করে দেয়।

সোমবার পঞ্চম দফার ভোট চলছে গোটা রাজ্যে। শান্তিপূর্ণ ভোটদানের ব্যবস্থা করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সোমবার রাজ্যের সাত কেন্দ্রের সঙ্গে ভোট গ্রহণ হচ্ছে হাওড়া জেলাতেও। হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত লিলুয়া। উত্তর হাওড়ার লিলুয়ার আরবিন্দ রোডের বৃন্দাবন আবাসনেই সোমবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রের খবর, হরগঞ্জ বাজারের এই আবাসনে বাইকে চেপে আসেন ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারাই জোর করে আবাসনের মূল গেট বন্ধ করে দেয়। গেট খুললে নিরাপত্তরক্ষীদের গুলি করে খুনের হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ ভোটদানে বাধা দিতেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। আবাসনের বাসিন্দাদের মধ্যেই ভয়ের সঞ্চার করতেই এজাতী কাজ করেছে বলে অভিযোগ।

Viral Video: কপ্টারে জনলার ধারে বসে ইরানি প্রেসিডেন্ট রাইসি, দেখুন জীবিত অবস্থায় তাঁর শেষ ভিডিও

মহিলাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ভোটের আগের রাতে তৃণমূলের কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় বাহিনীকে

বৃন্দাবন আবাসনে ভোটার সংখ্যা শতাধিক। আবাসনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীদের জওয়ানদের দেখে অনেকেই স্বস্থি পেয়েছে। আবাসনের নিরাপত্তরক্ষী জানিয়েছেন, যারা এসেছিলেন তারা সকলেই অপরিচিত। কোন রাজনৈতিক দলের তাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে তারা কোনও স্লোগানও দেয়নি। শুধু এসে গেট বন্ধ করে হুমকি দিয়েছিল। বোমাবাজিও করেছিল। তারপর সেখান থেকে চলে যায়।

'মুসলিম বিরোধী টোপ দিচ্ছে বিজেপি নেতারা', কমিশনকে মোদী-যোগীর বিরুদ্ধে নালিশ CPM-এর

 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘মুর্শিদাবাদে কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি হয়েছে!’ বিস্ফোরক দিলীপ
'আমি শুধুই কার্যকর্তা, আর Nitin Nabin আমার বস' এমন মন্তব্য করে চমকে দিলেন মোদী! | PM Modi | BJP News