মাত্র ১০০ টাকায় চিকিৎসা করাতে পারবেন ঝাঁ চকচকে হাসপাতালে! রোগীদের জন্য ভারত সেবাশ্রম আনল দারুণ পরিষেবা

মাত্র ১০০ টাকায় চিকিৎসা করাতে পারবেন ঝাঁ চকচকে হাসপাতালে! রোগীদের ভারত সেবাশ্রম আনল দারুণ পরিষেবা

Anulekha Kar | Published : Aug 2, 2024 8:51 AM IST

কলকাতার কাছেই খুব কম খরচে চিকিৎসা করা যাবে। ওষুধ বা চিকিৎসার অন্যান্য জিনিসের যা দাম বেড়েছে তাতে কোনও রোগ থেকে বাঁচতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এক্ষেত্রে কম খরচে ভালো চিকিৎসা পেতে অনেকেই দেশের বাইরে যান। কিন্তু সেটাও খরচ বহুল। এতে যাতায়াতের খরচ, ওখানে থাকার খরচ লাগে। কিন্তু কলকাতার বুকেই রয়েছে এমন একটি জায়গা যেখানে একেবারে কম খরচে যেকোনও রকমের রোগের চিকিৎসা করা যাবে। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে ভর্তি থাকা যাবে হাসপাতালেও।

মাত্র ১০০ টাকা খরচেই করাতে পারবেন চিকিৎসা! খেটে খাওয়া মানুষদের জন্য খুশির খবর। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে গেলেও সঠিক পরিষেবা মেলে না। তাই ছুটতে হয় বেসরকারি হাসপাতালে। কিন্তু যাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে মাত্র ১০০ টাকায় ঝাঁ চকচকে হাসপাতালে নামিদামি ডাক্তারদের কাছে চিকিৎসা করান যাবে।

Latest Videos

এই নতুন ব্যবস্থা এনেছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের এই হাসপাতাল রয়েছে জোকায়।

এই হাসপাতালে কী কী চিকিৎসা পাবেন রোগীরা?

এই হাসপাতালে ওষুধ, সাধারণ শল্য চিকিৎসা, অর্থোপেডিকস, প্লাস্টিক সার্জারি, চক্ষু চিকিৎসা, ইএনটি, গাইনি, নিউরো, নিউরো মেডিসিন, কার্ডিওলজি,এন্ডোক্রিনোলজি, শারীরিক ওষুধ, বুকের ওষুধ, অঙ্কোলজি, ইউরোলজি, নেফ্রোলজি-সহ বিভিন্ন রোগের চিকিৎসা পাবেন রোগীরা।

জোকার এই হাসপাতালে পৌঁছানোর ঠিকানা হল- ডায়মন্ডহারবার রোড, জোকা, পিও- পইলান, কলকাতা-৭০০১০৪, ফোন নম্বর- ৯১৯০৭৩৩৬৮৫৫০

এই হাসপাতালে সকাল ৮ টা ৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি খোলা থাকে।

Share this article
click me!

Latest Videos

স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
এ আরেকটা শাহজাহান! অপহরণের অভিযোগে কাউন্সিলরের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors