মাত্র ১০০ টাকায় চিকিৎসা করাতে পারবেন ঝাঁ চকচকে হাসপাতালে! রোগীদের জন্য ভারত সেবাশ্রম আনল দারুণ পরিষেবা

Published : Aug 02, 2024, 02:21 PM IST
Hospital

সংক্ষিপ্ত

মাত্র ১০০ টাকায় চিকিৎসা করাতে পারবেন ঝাঁ চকচকে হাসপাতালে! রোগীদের ভারত সেবাশ্রম আনল দারুণ পরিষেবা

কলকাতার কাছেই খুব কম খরচে চিকিৎসা করা যাবে। ওষুধ বা চিকিৎসার অন্যান্য জিনিসের যা দাম বেড়েছে তাতে কোনও রোগ থেকে বাঁচতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এক্ষেত্রে কম খরচে ভালো চিকিৎসা পেতে অনেকেই দেশের বাইরে যান। কিন্তু সেটাও খরচ বহুল। এতে যাতায়াতের খরচ, ওখানে থাকার খরচ লাগে। কিন্তু কলকাতার বুকেই রয়েছে এমন একটি জায়গা যেখানে একেবারে কম খরচে যেকোনও রকমের রোগের চিকিৎসা করা যাবে। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে ভর্তি থাকা যাবে হাসপাতালেও।

মাত্র ১০০ টাকা খরচেই করাতে পারবেন চিকিৎসা! খেটে খাওয়া মানুষদের জন্য খুশির খবর। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে গেলেও সঠিক পরিষেবা মেলে না। তাই ছুটতে হয় বেসরকারি হাসপাতালে। কিন্তু যাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে মাত্র ১০০ টাকায় ঝাঁ চকচকে হাসপাতালে নামিদামি ডাক্তারদের কাছে চিকিৎসা করান যাবে।

এই নতুন ব্যবস্থা এনেছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের এই হাসপাতাল রয়েছে জোকায়।

এই হাসপাতালে কী কী চিকিৎসা পাবেন রোগীরা?

এই হাসপাতালে ওষুধ, সাধারণ শল্য চিকিৎসা, অর্থোপেডিকস, প্লাস্টিক সার্জারি, চক্ষু চিকিৎসা, ইএনটি, গাইনি, নিউরো, নিউরো মেডিসিন, কার্ডিওলজি,এন্ডোক্রিনোলজি, শারীরিক ওষুধ, বুকের ওষুধ, অঙ্কোলজি, ইউরোলজি, নেফ্রোলজি-সহ বিভিন্ন রোগের চিকিৎসা পাবেন রোগীরা।

জোকার এই হাসপাতালে পৌঁছানোর ঠিকানা হল- ডায়মন্ডহারবার রোড, জোকা, পিও- পইলান, কলকাতা-৭০০১০৪, ফোন নম্বর- ৯১৯০৭৩৩৬৮৫৫০

এই হাসপাতালে সকাল ৮ টা ৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি খোলা থাকে।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের