লক্ষ্মী ভাণ্ডারে মিলবে দ্বিগুণ টাকা? খুশি হওয়ার আগে জেনে নিন সঠিক নির্দেশিকা কি বলছে

Published : Jan 19, 2025, 03:07 PM ISTUpdated : Jan 19, 2025, 04:58 PM IST

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা পাওয়ার খবরটি কি সত্যি? মুখ্যমন্ত্রী কি আদৌ এমন কোনও ঘোষণা করেছেন? জেনে নিন সত্যিটা…

PREV
110

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা-বোনেদের জন্য এই প্রকল্প চালু করেছেন।

210

যাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা ও হাতে কিছু টাকা থাকে। এতে তাঁদের নিজস্ব কিছু সঞ্চয়ও হবে।

310

মুখ্যমন্ত্রীর এত প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প।

410

এই প্রকল্পের আওতায় ১৮ বছরের বেশি বয়সী মহিলারা তাদের নাম নথিভুক্ত করাতে পারেন।

510

তবে নতুন বছর থেকে লক্ষ্মী ভাণ্ডারে মিলবে দ্বিগুণ টাকা বা আরও বেশি টাকা এই ধরণের কোনও বার্তা দেননি মুখ্যমন্ত্রী।

610

তাই এই ধরনের ভুয়ো খবর এড়িয়ে চলুন। এই প্রকল্পে এখন ১০০০-১২০০ টাকা করে বাংলার মা-বোনেদর দেওয়া হয়।

710

দ্বিগুণ বা কয়েরগুণ বেশি টাকা মিলবে লক্ষ্মী ভাণ্ডার থেকে এমন কোনও নির্দেশিকা নবান্ন থেকে মেলেনি।

810

উল্টে যারা সরকারি চাকরি করেন সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারে প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে।

910

যেই মহিলারা জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পে নথিভুক্ত করেছেন তাঁদের নাম বাতিল হতে পারে।

1010

এই প্রকল্পের আওয়ার থাকতে হলে বা টাকা পেতে হলে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক

click me!

Recommended Stories