এবার থেকে মিলবে সরকারি প্রকল্পের কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য, শুরু হয়ে গেল পোর্টাল
মমতা সরকারের প্রকল্পগুলির অগ্রগতি নজরে রাখতে নবান্ন চালু করলো ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে সমস্ত প্রকল্পের প্রতিদিনের খতিয়ান দিতে হবে এই পোর্টালে, যা ২০২৬-এর নির্বাচনের আগে সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়তে সাহায্য করবে।
এবার থেকে বদল হল নিয়ম। এবার থেকে সমস্ত প্রকল্পের প্রতিদিন খতিয়ান দিতে হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত সে কাজ শেষ করতে হবে।
510
মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এই পোর্টাল। এই নিয়ে বিশেষ মন্তব্য করা হয়েছে সরকারে পক্ষ থেকে।
610
এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
710
আনুষ্ঠানিক ভাবে চন্দ্রিমা না বললেও প্রশাসন এবং শাসকদলের অনেকেরই বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা ভোট মাথায় রেখেই এই পদক্ষেপ।
810
এই নিয়ে রাজ্য সরকারের প্রথম সারির আধিকারিকরা জানান, গ্রামীণ বাংলায় সরকারের কাজ যাতে দ্রুত হয়, মানুষের কাছে সরকার সম্পর্কে যাতে ইতিবাচক বার্তা যায় তারই চেষ্টা চলছে।
910
ভোটের আগে নয়া পদক্ষেপ নিল সরকার। চালু করল পোর্টাল।
1010
বর্তমান সরকারের সকল কাজের উল্লেখ থাকবে এই পোর্টালে। যেখান থেকে সাধারণ মানুষও তথ্য সংগ্রহ করতে পারেন।