ছেলেকে ঘুম পাড়িয়ে রাতে মেলায় যায় যুবতী! মেলাতেই এমন ঘটনা, বাঁচার চেষ্টায় অন্যদের ছোটাছুটি

Published : Feb 23, 2025, 02:26 PM IST
women burnt death

সংক্ষিপ্ত

বাড়িতে শাশুড়ির কাছে তাঁর বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আনুমানিক রাত ১২টা নাগাদ গিয়েছিলেন মেলায়। সে সময় তার বাড়ির অনান্য সদস্যরাও মেলাতেই ছিলেন। মেলায় পৌঁছে তিনি ফোন করেন আত্মীয়দের একজনকে।

শনিবার রাতে নদিয়ার কল্যানীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার ফেটে মৃ্ত্যু হল এক যুবতীর। জানা যায়, ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে ওই যুবতী গিয়েছেন মেলায় আত্মীয়দের কাছে । সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় যুবতীর। আরও ৩জন জখম হয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছরের মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল। নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা যায়, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলায় আসার জন্য ওই যুবতী প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে শাশুড়ির কাছে তাঁর বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আনুমানিক রাত ১২টা নাগাদ গিয়েছিলেন মেলায়। সে সময় তার বাড়ির অনান্য সদস্যরাও মেলাতেই ছিলেন। মেলায় পৌঁছে তিনি ফোন করেন আত্মীয়দের একজনকে। জানা যায়, ওই সময়ে যুবতীর পাশে থাকা একটি গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায় । এই ঘটনায় আশেপাশের চার জন জখম হন । তাঁর মধ্যে এই ২২ বছরের যুবতীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কল্যাণী জেএনএম-এ নিয়ে যাওয়া হয়। তবুও হল না শেষ রক্ষা, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জখম বাকি তিনজনের মধ্যে রয়েছেন বেলুন বিক্রেতাও । আহতদের চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মেলা কমিটির এক সদস্যের বক্তব্য, মেলার মধ্যে ছিল না ওই বেলুনের দোকানটি । মেলার বাইরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করছিলেন বিক্রেতা। এক ব্যক্তি জানালেন, খুবই মর্মান্তিক ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার এভাবে ফাটতে পারে তা আমাদের ধারনার বাইরে। এই মেলা বহু বছরের পুরোনো বলেই জানান তিনি। এদিকে মৃত যুবতীর শাশুড়ি জানিয়েছেন, খাওয়া দাওয়া করে মেলায় ঘুরতে যাবে বলে আমার কাছে ছেলেকে রেখে একা গিয়েছিল বৌমা। যাওয়ার সময় বলে গেল ছেলে ঘুমাচ্ছে তুমি দেখো তাড়াতাড়ি চলে আসব। যুবতীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Nipah Virus: নিপা ভাইরাস কী, জানুন রোগের লক্ষণ ও কীভাবে নিজেকে বাঁচাবেন?