লক্ষ্মীর ভাণ্ডারকেও ছাপিয়ে যাবে এই প্রকল্প, এভাবে আবেদন করলেই মাসে কড়কড়ে ১৫০০ টাকা

Published : Oct 20, 2024, 04:46 PM IST

রাজ্য় সরকারে রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য রয়েছে প্রকল্প। যুবক-যুবতীদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার

এই রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির একটি হল লক্ষ্মীর ভাণ্ডারপ্রকল্প। এই প্রকল্পের অধীনের রাজ্যের মহিলারা মাসে ১ হাজার করে টাকা পান। পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা পান ১২০০ টাকা।

210
যুবশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য এনেছেন যুবশ্রী প্রকল্প।

310
যুবশ্রী প্রকল্পের টাকা

এই প্রকল্পের অধীন রাজ্যের বেকার যুবক ও যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পাবন। প্রত্যেক মাসে ব্যাঙ্কে পড়ে যায় টাকা।

410
জানাতে হয় খরচের কথা

এই প্রকল্পের অন্যতম শর্ত হল সেলফ ডিক্লেয়ারেন্স। ৬ মাস অন্তর উপভোক্তাকে সেলফ ডিক্লেয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কীভাবে খরচ হয়েছে।

510
আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাঁর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

610
বেকার খাতায় নাম নথিভুক্ত

যুবশ্রী প্রকল্পের টাকা ব্যাঙ্কেই পড়ে। প্রত্যেক গ্রাহকের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকা জরুরি। তা না হলে টাকা পাবে না সংশ্লিষ্টরা।

710
আবেদনের নিয়ম

এই প্রকল্পে আবেদন করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। অনলাইনেও এই কাজ করা যায়।

810
রেজিস্ট্রেশন নম্বর

ফর্ম ফিলাপের পর একটি রেডিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। সেটা আগমী ৬০ দিনের মধ্যে বাড়ির কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে।

910
পরবর্তী পদক্ষেপ

ফর্ম জমা দিয়ে আসার পর অফিশিয়াল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যানেক্সার ওয়ান এবং টু পূরণ করে জমা করে দিতে হবে।

1010
পাবেন দেড় হাজার টাকা

আবেদন করার পর যদি নাম নির্বাচিত হয় তাহলে যুবশ্রী প্রকল্পে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন উপভোক্তারা।

click me!

Recommended Stories