পার্থ-অর্পিতার আরও সম্পত্তির খোঁজ, শান্তিনিকেতনে ইডি-র তল্লাশি

‘অপা’ ছাড়াও আরও বিভিন্ন জমি, বাড়ি অথবা ফ্ল্যাটের তল্লাশি এবং নথিপত্রের অনুসন্ধান আজ চালানোর সম্ভাবনা। এরই মধ্যে, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি। 

এসএসসি দুর্নীতি মামলায় এবার ইডির নজরে শান্তিনিকেতনের ‘অপা’ নামের সুসজ্জিত বাগানবাড়ি। সাজানো গোছানো এই বাড়িটিতে তল্লাশি চালানো হতে পারে বলে খবর। বুধবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে রওনা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৬টি গাড়ি। বঙ্গের বিভিন্ন জেলায় বুধবার সারাদিন ধরে ইডির তল্লাশি চলবে বলে মনে করা হচ্ছে। 


সিজিও কমপ্লেক্স বেরিয়ে বুধবার সকালেই শান্তিনিকেতনে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অফিসারদের একটা টিম মঙ্গলবার রাত থেকেই সেখানে রয়েছে বলে খবর। বোলপুর, বীরভূমে  প্রচুর সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে অথবা বেনামে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। ওই সম্পত্তির নাগাল পেতেই বোলপুরে পৌঁছে গিয়েছে তদন্তকারী দল।

Latest Videos


শান্তিনিকেতনের ফুলডাঙায় একটি পরিপাটী বাগানবাড়ি রয়েছে, যেটির নাম ‘অপা’। বাড়িটি পার্থ চট্টোপাধ্যায়ের নিজের বলেই দাবি করেছে ইডি। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদে উদ্ধার হওয়ার পর ইদানিং কালে বঙ্গ-রাজনীতিতে ‘ট্রেন্ডিং’ হয়ে রয়েছে ‘অপা’। এমনকি শান্তিনিকেতনে যাঁরা বেড়াতে যাচ্ছেন সেই পর্যটকদের কাছেও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিলাসবহুল বাড়ি। সাজানো বাড়িকে এক ফ্রেমে রেখে নেমেছে সেলফি তোলার ঢলও। 

সূত্রের খবর, শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতার নামে বেশ কয়েকটি বাড়ি এবং জমির খোঁজ মিলেছিল। তার মধ্যে ছিল 'অপা' নামের বাড়িটিও৷ অর্থাৎ, ‘অপা’ ছাড়াও আরও বিভিন্ন জমি, বাড়ি অথবা ফ্ল্যাটের তল্লাশি এবং নথিপত্রের অনুসন্ধান আজ চালানোর সম্ভাবনা। এরই মধ্যে, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি। কেন্দ্র সরকারি আধিকারিকদের কঠোর নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।


শান্তিনিকেতনে ইডির আধিকারিকরা পৌঁছে যাবার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গেছে এলাকার বাসিন্দাদের মধ্যে, কলকাতার ফ্ল্যাটগুলির মতো ‘অপা’-তেও কি তল্লাশি চালিয়ে উদ্ধার হবে নগদ টাকার পাহাড়? কেন্দ্রীয় গোয়েন্দাদের দিকে আজও চেয়ে রয়েছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন-
গড়িয়াহাটের পণ্ডিতিয়া রোডে আরও এক ফ্ল্যাটে তল্লাশি ইডির, অর্পিতার নামে ফ্ল্যাট কেনেন পার্থ
অর্পিতার পার্লার, ফ্ল্যাট সহ কলকাতার সর্বত্র ইডি-র চিরুনি তল্লাশি
অর্পিতার চাই কফি, ড্রাই ফ্রুটস, পার্থর দাবি খাসির মাংস, ইডি হেফাজতে এলাহি আয়োজন?

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla