আবহাওয়া দফতরের স্বস্তির বার্তা, এবার কি টানা বৃষ্টি পাবে কলকাতা? 

উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।

Sahely Sen | / Updated: Aug 06 2022, 11:06 AM IST

সারা সপ্তাহ মোটামুটি শুকনো আকাশ থাকলেও সপ্তাহের শেষে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে বিশেষত কলকাতার আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। দু’এক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে শহরের বিভিন্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ অগস্ট, অর্থাৎ রবিবার, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবেই নিম্নচাপ তৈরি হলে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুন-জুলাই মাস পেরিয়ে গেলেও বর্ষাকালের বৃষ্টির তোড় অন্যান্য বছরের মতো একেবারেই পায়নি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত একটানা দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়নি।

শনিবার কলকাতার আকাশ অধিকাংশ সময়েই আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চললেও ক্রমাগত ভারী বর্ষণ চলছে উত্তরবঙ্গে। বিগত প্রায় এক মাস জুড়ে টানা বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে জল বাড়তে শুরু করেছে উত্তরের সংকোষ ও গদাধর নদীতে। ভয়ঙ্কর ভাবে ফুঁসছে দুই নদীই। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। সূত্রের খবর, বন্যার জেরে অসমের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী কয়েকদিন যাবৎ সেখানে বৃষ্টির দাপট জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন-
নিম্নচাপের জেরে ভাসবে দুই বঙ্গের একাধিক জেলা, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস
প্রবল বর্ষণে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাঘাত ঘটছে চিকিৎসায়

Share this article
click me!