নির্দলদের নিয়ে ফের কড়া বার্তা, রাজ্যব্যাপী বড় জয়ের পর কী বললেন ফিরহাদ হাকিম

“সন্ত্রাস না, আমরা মানুষের পাশে দাঁড়াব। যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যাঁরা ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ। বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করব। নির্দলরা নির্দল থাকবে।” বললেন ফিরহাদ 

ফের পুর যুদ্ধে ঘাসফুল ঝড়ে গোটা রাজ্যে কার্যত ধরাশায়ী হয়েছে বিরোধীরা। খাতাই খুলতে পারেনি পদ্ম শিবির। কংগ্রেসের দশাও একই। অন্যদিকে শুধুমাত্র একটি পুরনিগম গিয়েছে বামেদের দখলে। এদিকে এদিনই আবার বিজয় মিছলে ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে বেলা গড়াতেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে ছবিটা। একাধিক পুর নিগমে উড়তে থাকে তৃণমূলের জয় পতাকার। আর তারপর থেকেই গোটা রাজ্যেই তুমুল উন্মাদনায় মেতেছে ঘাসফুল সমর্থকেরা। এদিকে এদিনের জয় নিয়ে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “সন্ত্রাস না, আমরা মানুষের পাশে দাঁড়াব। যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যাঁরা ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ। বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করব। নির্দলরা নির্দল থাকবে। তাদের নেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “তৃণমূল প্রার্থী যারা জিতেছেন তাদের কে শুভেচ্ছা জানাই।জয়ী বিরোধীদের প্রার্থীদেরও শুভেচ্ছা জানাই।” একইসাথে এদিন ভোট নিয়ে কথা বলার মাঝেই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানো নিয়ে মোদীর ভূমিকার সমালোচনা করেন ফিরহাদ। এই প্রসঙ্গে তিনি বলেন, “অন্য অন্য দেশ যখন একমাস আগে থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর জন্য প্রয়াস করেছে তখন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের নির্বাচনে ব্যস্ত। এর আগেও যখন করোনা মারাত্মক আকার ধারণ করেছিল তখও তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। এখন অনেক দেরি করে তিনি ভারতীয় দের ফিরানোর সিদ্ধান্ত নিলেন যখন বোমা বর্ষণ শুরু হয়ে গিয়েছে। একজন ছাত্রের মৃত্যু হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সমস্ত ভারতীয়রা সঠিক ভাবে দেশে ফিরে আসুন।”

Latest Videos

আরও পড়ুন- শুরু ফলপ্রকাশের কাউন্টডাউন, কার হাতে যাচ্ছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ

আরও পড়ুন- কার দখলে কৃষ্ণনগর, রাত পোহালেই ফলপ্রকাশ

আরও পড়ুন- কার দখলে যাচ্ছে নবদ্বীপ পৌরসভা, শুরু কাউন্টডাউন

এদিকে রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ১০৩টি পুরসভাই বর্তমান তৃণমূলের। অর্থাৎ যতগুলো পুরসভায় ভোট হয়েছে, তার মধ্যে প্রায় ৯৪ শতাংশ পুরসভাই দখল করেছে তৃণমূল। কেবলমাত্র ২ পুরসভা গিয়েছে বিরোধীদের হাতে। ১ টি পুরসভায় জয়ী সিপিএম ও অপরটিতে উত্তরবঙ্গের নতুন দল হামরো পার্টি। অন্যদিকে চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় পড়ে রয়েছে। এদিকে এদিন গণনা শুরুর পাঁচ ঘণ্টা পরেও খাতা খুলতে পারেনি বিজেপি। ফল সামনে আসতেই ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। যা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন