ট্রলি ব্যাগ খুলতেই মিলল যুবতীর দেহ, তদন্তে এগরা থানার পুলিশ

Published : Mar 09, 2020, 05:10 PM IST
ট্রলি ব্যাগ খুলতেই মিলল যুবতীর দেহ, তদন্তে এগরা থানার পুলিশ

সংক্ষিপ্ত

 ট্রলি ব্যাগ খুলতেই মিলল এক যুবতীর নিথর দেহ  পুলিশ,দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে  যদিও নিহত যুবতীর পরিচয় এখনও জানা যায়নি   এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়  


 ট্রলি ব্যাগ খুলতেই মিলল এক যুবতীর নিথর দেহ। সূত্রে খবর, দোলের দিন সকালে এগরা-দিঘা রাজ্য সড়কের ধারে নয়ানজুলি থেকে উদ্ধার হয় দেহটি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। এগরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও নিহত যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। 

আরও পড়ুন, দোলে কুকুরের গায়ে রং দিলেই করতে হবে হাজত বাস, জানাল লালবাজার

জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয়রা প্রথম ট্রলি ব্যাগটি দেখটি পান। রাজ্য সড়কের ধারে নয়ানজুলিতে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন জনৈক ব্যক্তি। ট্রলি ব্যাগটি নয়ানজুলি থেকে তুলতেই  সবাই চমকে ওঠে। দেখা যায়, ট্রলি ব্যাগের ভিতর এক যুবতীর নিথর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন, স্বস্তিতে রাজ্য়বাসী, মুর্শিদাবাদের মৃত যুবকের দেহে পাওয়া গেল না করোনা ভাইরাস


পুলিশি সূত্রের খবর, ইতিমধ্য়েই এগরা থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা ওই মহিলাকে খুন করে ট্রলি ব্যাগে ভরে নয়ানজুলিতে ফেলে দিয়ে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে দেহ এনে নয়ানজুলিতে ফেলা হয়। উল্লেখ্য় এর আগে মেচেদাতেও একই ঘটনা ঘটে। 

আরও পড়ুন, মনীষীদের মান দিয়েছেন মমতা, দিলীপকে পাল্টা ফিরহাদের

PREV
click me!

Recommended Stories

WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের
Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে