উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সিরাথু বিধানসভা আসন থেকে হেরেছেন। তিনি ৬৪৭৭ ভোটে এসপির পল্লবী প্যাটেলের কাছে পরাজিত হয়েছেন।
- Home
- India News
- 5 State Elections Result: কংগ্রেসমুক্ত ভারত মিশনে বিজেপি-র সাফল্য, দলের প্রধান কার্যালয়ে মোদী
5 State Elections Result: কংগ্রেসমুক্ত ভারত মিশনে বিজেপি-র সাফল্য, দলের প্রধান কার্যালয়ে মোদী
আরও পড়ুন-
UP Elections Counting Live:আর কিছুক্ষণ পরেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানতে ক্লিক করুন
Punjab Elections Counting Live:আর কিছুক্ষণ পরেই পঞ্জাব বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানতে ক্লিক করুন
Goa Elections Counting Live:আর কিছুক্ষণ পরেই গোয়া বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানতে ক্লিক করুন
Manipur Elections Counting Live: কিছুক্ষণ পরেই মণিপুর বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানতে ক্লিক করুন
Uttarakhand Elections Counting Live:আর কিছুক্ষণ পরেই উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানতে ক্লিক করুন
অবশেষে ২ মাস ধরে চলা নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তির পথে এগোচ্ছে। আর এই সমাপ্তির পথে অবশ্যই বড় গুরুত্বপূর্ণ ৫ রাজ্যের গণনার ফল। ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে এই নির্বাচনী প্রক্রিয়া প্রকৃত অর্থেই অতি গুরুত্বপূর্ণ। বিজেপি হোক বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস অথবা আম আদমি পার্টি প্রত্যেকেই চাইছে এই নির্বাচনে ভালো একটা ফল করতে। উত্তরপ্রদেশে রয়েছে মোট ৪০৩টি বিধানসভা আসন। পঞ্জাবে রয়েছে ১১৭টি বিধানসভা আসন। গোয়ায় রয়েছে ৪০টি বিধানসভা আসন। মণিপুরে রয়েছে ৬০ টি বিধানসভা আসন। উত্তরাখণ্ডে রয়েছে ৭০টি আসন।
- FB
- TW
- Linkdin
মোদী বলেন উত্তর প্রদেশের নির্বাচনে বিজেপি জয় একটা বড় জয়। এখানে জাতীবাদের জয় নয়। দেশের মানুষের উচিৎ এবার নতুন করে ভাবা। সাম্প্রদায়িক ভাবে উত্তর প্রদেশকে ভাগ করা ঠিক নয়। উত্তর প্রদেশ দেখিয়ে দিয়েছে কীভাবে উন্নয়নের পক্ষেই রায় দিতে হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 'বিজেপি কর্মীরা দলের বড় নির্বাচনে জয়ের পরে তাদের 'আগাম হোলি' প্রতিশ্রুতি রেখেছেন। তিন রাজ্য জয়ে বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। দলের প্রধান কার্যলয়ে বিজেপি কর্মীদের ঢল নেমেছে।
মোদী বলেন উত্তর প্রদেশের ৩০ বছর পরপর দ্বিতীয়বার কোনও গদল ক্ষমতায় এল। বিজেপির ভোট বেড়েছে বলেও দাবি করেন তিনি। মণিপুর, গোয়া আর উত্তরাখণ্ডে ভোট বেড়েছেন। তিন রাজ্যেই বিজেপি ক্ষমতায় ছিল। তাতেও তিন রাজ্যে বিজেপির আসন বেড়েছে বলেও জানিয়েছেন মোদী।
বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন এই উৎসব দেশের গণতন্ত্রের জয়ের। তিনি চার রাজ্যের বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি ভোটারদেরও স্বাগত জানান। তিনি বিশেষ করে স্বাগত জানান মহিলাদের।
জেপি নাড্ডা বলেন রাজনীতি হল একটি রসায়ন। দেশের যুব ও পিছিয়ে পড়াদের এই রসায়নই প্রধানমন্ত্রী মোদীর নীতি ও আদর্শের সঙ্গে যুক্ত করে। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলিই এই জয় এনে দিয়েছে।
উত্তর প্রদেশের মানুষ বিজেপিকে দুই হাত তুলে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী মোদীর উন্নয়ন যজ্ঞের সঙ্গে সামিল হয়েছে। ৩৭ বছর পর উত্তর প্রদেশে কোনও রাজনৈতিক দল পরপর দুবার সরকার গঠন করল। আগামী দিনে উত্তর প্রদেশের আরও উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন দেশের মানুষ মোদীকে আশীর্বাদ করেছেন। তাই এই ফলাফল।
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিজেপির দলীয় কার্যায়ল। তিনি বলেন দেশের চার রাজ্যের জনগণ বিজেপিকে আশীর্বাদ করেছে। তা আরও একবার প্রমাণ করল যে প্রধানমন্ত্রী মোদীর উন্নয়ন আর নীতি সব ঠিক রয়েছে। তিনি বলেন মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে এই চার রাজ্য। তিনি বলেন দলের পক্ষ থেকে তিনি তঁকে স্বাগত জানাচ্ছেন।
বিজেপি জয়ে খুশির হাওয়া বিজেপি নেতা কর্মীদের মধ্যে। দলের জাতীয় কার্যালয়ে এসে দলীয় কর্মীদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারত মাতার জয় স্লোগান তোলেন। জাতীয় কার্যালয় ছিলে বিজেপি নেতা কর্মীদের ভিড়ে ঠাসা।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশে চার রাজ্যেই দখল নিয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ে উড়ে গেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় দিল্লিতে বিজেপির জাতীয় কার্যালয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরে স্বাগত জানান জেপি নাড্ডা।
'উত্তরপ্রদেশে বিজেপির এই বিশাল জয়, রাজ্যের গ্রাম, দরিদ্র ও কৃষকদের জন্য।' টুইট করে জানালেন অমিত শাহ। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী দরিদ্রদের কল্যাণে অটল বিশ্বাস রেখেছেন বলেই এই জয় এসেছে। সেইসঙ্গে তিনি জানান, যোগী আদিত্যনাথের ভয় ও দুর্নীতিমুক্ত সুশাসনেই সিলমোহর দিয়েছে রাজ্যের জনতা।
উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের জনগনকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন, বিজেপিকে জয়ী করার জন্য।
পঞ্জাবে (Punjab) ধরাসায়ী কংগ্রেস (Congress)। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রায় রেকর্ড করেই সীমান্তবর্তী এই রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি (AAP)। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং(Charanjit Singh Channi) চন্নি দুটি আসন থেকেই পরাজিত হয়েছেন। তিনি ভাদৌর ও চৌমকৌর সাবেহ দুটি আসনে হেরেছেন আপ প্রার্থীদের কাছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী চন্নি ভাদৌর আসনে আপ প্রার্থী লাভ সিং উগোকের কাছে প্রায় ৩৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
দিল্লির বিজেপি দফতরে এসে পৌঁছলেন অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সন্ধ্যা ৭টায় ৪ রাজ্যের সাফল্য নিয়ে বক্তৃতা দেওয়ার কথা তাঁর।
১ লক্ষ ২০ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ। এইবারই প্রথম বিধানসভা নির্বাচনে লড়লেন তিনি। গোরক্ষপুর সদর কেন্দ্র থেকে লড়াই করলেন তিনি।
সমাজবাদী পার্টির দূর্গ হিসাবে পরিচিত কনৌজ সদর আসন থেকে জিতলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কমিশনার অসীম অরুণ। অরুণ নির্বাচন ঘোষণার এক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিতে কানপুরের কমিশনার পদ ছেড়েছিলেন। তিনি ছয় হাজার ভোটে জয়ী হন।
পঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২-এর গণনার ফলাফল- আপ এগিয়ে ৯২ টি আসনে, কংগ্রেস এগিয়ে ১৮টি আসনে, শিরোমণি আকালি দল এগিয়ে ৪টি আসনে, বিজেপি এগিয়ে ২টি আসনে, অন্যান্য ১
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২২- বিজেপি এগিয়ে ২৬৩টি আসনে, সপা এগিয়ে ১৩৫টি আসনে, বিএসপি এগিয়ে ১টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ২টি আসনে
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পরিক্করের ছেলে উৎপল পরিক্কর অল্প ব্যবধানে হেরে গেলেন বিজেপির প্রার্থী আতানাসিও মনসেরাত্তের কাছে। আতানাসিও মনসেরাত্তের বাবুশ নামে বেশি পরিচিত। বিজেপির টিকিট না পেয়ে নির্দল হিসাবে নির্বাচনে লড়েছিলেন উৎপল।
উত্তরাখণ্ডে ৪৮ আসনে জিতে, ফের সরকার গড়তে চলেছে বিজেপি। অথচ, নিজ কেন্দ্রে ৬৯৫১ ভোটে পরাজিত হলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
৫ রাজ্যেই সম্পূর্ণ ধরাশায়ী কংগ্রেস। লজ্জাজনক পরাজয়ের পর, টুইট করে জনগণের রায় 'বিনীতভাবে' মেনে নিলেন রাহুল গান্ধী।