সংক্ষিপ্ত
- পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকতে চলেছেন নবীন পট্টনায়েক
- পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং-এর পথ ধরে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি
- রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি
সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশজুড়ে উঠেছে গেরুয়া ঝড়। এরই মাঝে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকতে চলেছেন নবীন পট্টনায়েক।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, হিঞ্জিলি ও বিজেপুর -এই দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন প্রবীণ এই মুখ্যমন্ত্রী। সরকার গড়ার জন্য, বিজু জনতা দলের প্রয়োজন ছিল ৭৪টি আসন। ওডিশা বিধানসভার ১৪৭ আসনের মধ্যে ইতিমধ্যে ৯৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। অন্যদিকে, রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি।
পাশাপাশি গতবারের তুলনায় এবার বিধানসভায় আসন সংখ্যা বৃদ্ধির পথে ভারতীয় জনতা পার্টি-ও। গতবারে ১০টি আসনে জয়ী হওয়ার পর, এবার ২৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং-এর পথ ধরে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নবীন পট্টনায়েক।