সংক্ষিপ্ত
- হিংসামুক্ত রইল না মহারাষ্ট্রের ভোট
- গুলিবিদ্ধ স্বাভিমানি পক্ষের নেতা
- কে বেদম মারের ঘটনাও ঘটল
- বাইকে করে এসে তিনজন মুখোশধারী দুষ্কৃতী গুলি চালালো
- গুরুতর আহত দেবেন্দ্র ভুয়ার
হিংসামুক্ত রইল না মহারাষ্ট্রের ভোট। চলল গুলি। গুলিবিদ্ধকে বেদম মারের ঘটনাও ঘটল।
পুলিশ জানিয়েছে সোমবার সকালে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় কৃষকদের পার্টি স্বাভিমানি পক্ষের প্রার্থী দেবেন্দ্র ভুয়ার একটি গাড়ি নিয়ে এক ভোটকেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। মাঝপথে বাইকে করে এসে তিনজন মুখোশধারী দুষ্কৃতী প্রথমে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। দেবেন্দ্র ভুয়ার-সহ গাড়িতে থাকা প্রত্য়েকেই গুলিবিদ্ধ হন।
কিন্তু এখানেও থামেনি দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থাতেই দেবেন্দ্র-কে গাড়ি থেকে টেনে নামানো হয়। তারপর মাটিতে ফেলে আরেকপ্রস্থ বেদম মারধর করা হয়। হামলাকারীরা পরে যে গাড়িটিতে দেবেন্দ্র যাচ্ছিলেন তাতেও আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন শেন্দুরজানা ঘাট থানার ইন্সপেক্টর মারুতি গেদাম। তিনি আরও জানিয়েছেন, অমরাবতীর মালখেড় রোডে এই ঘটনা ঘটে।
দেবেন্দ্র ভূইয়া অমরাবতীর জেলার মোরশি আসনে স্বাভিমানি পক্ষ দলের প্রার্থী হয়েছেন। ঘটনার সময় তিনি দলেরই কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে তিনি ওয়ারুড-এ যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেচেন স্বাভিমানি পক্ষ দলের নেতা রাজু শেঠী।