সংক্ষিপ্ত

  • হিন্দুধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা
  • পুরীর রথযাত্রা উৎসব সারা বিশ্বে বিখ্যাত
  • এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়
  • এই দিনে সৌভাগ্য পেতে করুন এই কাজগুলি

হিন্দুধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। পুরীর রথযাত্রা উৎসব সারা বিশ্বে বিখ্যাত। সেখানে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠানে সামিল হন অগণিত ভক্তরা। তবে এর পাশাপাসি মাহেশ-এর রথ এবং কলকাতার ইস্কনের রথযাত্রাও চোখে পড়ার মতো। প্রসঙ্গত রথযাত্রার দিনটিকে খুবই শুভ দিন হিসাবে মনে করা হয়। আর এই দিনে এই কাজগুলি করলে শুভ ফল লাভ করতে পারবেন। দেখে নিন রথযাত্রার দিন কোন কোন কাজ করলে শুভ ফল লাভ করা যেতে পারে।

১) রথযাত্রার পূণ্য লগ্নে গৃহে ভীত পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। তাছাড়া বাড়িতে যাঁদের দুর্গাপুজো হয়, তাঁরাও এইদিনে খুঁটিপুজোর অনুষ্ঠান করেন।এখন অবশ্য একাধিক বারোয়ারি পুজোরও খুঁটিপুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনেই। 

২) নতুন বাড়িতে প্রবেশ করার জন্য গৃহপ্রবেশের পুজোও রথযাত্রার দিন করা শুভ।

৩) যেকোনও পূণ্য তিথিতে গঙ্গাস্নান করে থাকেন অনেকে। কারণ গঙ্গাস্নান করা শুভ বলে মনে করা হয়। 

বাস্তুমতে বিয়ের তত্ত্বে এই জিনিসগুলি দেওয়া একেবারেই শুভ নয়

৪) বৃক্ষরোপণ করা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনই মন করা হয় যে, রথের দিনে গাছ পোঁতা খুবই শুভ। তাই এইদিন অবশ্যই গাছ লাগান।

৫) দান করার থেকে বড় পূণ্য লাভ আর কিছুই হয় না। দান করার জন্য কোনও নির্দিষ্ট দিনও হয় না। তবে বলা হয় যে, রথের দিন কাউকে কোনও কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়।