সংক্ষিপ্ত
- রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব
- রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব
- ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধা-সহ সখীদের মেতেছিলেন রাসলীলায়
- শ্রীশ্রীচৈতন্যমহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন
রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধা-সহ সখীদের মেতেছিলেন রাসলীলা। শ্রীশ্রীচৈতন্যমহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন। হর্ষচরিতের টীকাকার শঙ্করের মতে, রাস হল এক ধরনের বৃত্তাকার নাচ যা আট, ষোলো বা বত্রিশ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদীয়াসহ অন্যান্য জায়গায়, ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়।
আরও পড়ুন- বাস্তুমতে ঘরের এই কোণায় আয়না রাখলে, হাতে আসবে অনেক টাকা
এই উৎসবের অংশ হিসেবে গোপিনীবৃন্দ সহযোগে রাধা-কৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কথ্থক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরি প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্যসুষমায় রাসনৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। এই দিন বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জেনে নেওয়া এই উৎসবের সময়সূচি-
আরও পড়ুন- বৃহস্পতিবার জন্ম হলে, তাঁদের মধ্যে রয়েছে এই বিশেষ গুণগুলি
পূর্ণিমা আরম্ভঃ বাংলার ২৪ কার্তিক ১৪২৬ ইংরেজির ১১ নভেম্বর ২০১৯ সোমবার, সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিটে।
পূর্ণিমার উপবাস পালনঃ বাংলার ২৪ কার্তিক ১৪২৬ ইংরেজির ১১ নভেম্বর ২০১৯ সোমবার, সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিটে।
পূর্ণিমা শেষঃ বাংলার ২৫ কার্তিক ১৪২৬ ইংরেজির ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, সন্ধ্যা ৬টা বেজে ৫৭ মিনিটে।