বছরের প্রথম এই মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসেই যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম শুরু হয় সংসারে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সার্বিক উন্নতির জন্য এই মাসে গণেশ পুজো করা অত্যন্ত শুভ প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়

বাংলাবছরেরপ্রথমমাসবৈশাখবছরেরপ্রথমদিনটিএপারওপারবাংলায়, অসমত্রিপুরারাজ্যে "পয়লাবৈশাখ" নামেপরিচিত।এইদিনটিবিভিন্নসাংস্কৃতিকঅনুষ্ঠানধর্মীয়উৎসবেরমধ্যদিয়েপালিতহয়।বছরেরপ্রথমএইমাসঅত্যন্তশুভবলেমনেকরাহয়।এইমাসেইযাবতীয়ব্যবসায়িককাজকর্মশুরুহয়।ব্যবসায়ীরাএইমাসেনতুনহালখাতাশুরুকরেন।নতুনহালখাতাশুরুউপলক্ষেব্যবসায়ীরাখদ্দেরদেরমিষ্টি, উপহারবাংলাক্যালেন্ডারবিতরণকরেন।কলকাতারকালীঘাটমন্দিরদক্ষিণেশ্বরকালীবাড়িতেএইদিনপ্রচুরপূণ্যার্থীপূজাদেনপাশাপাশিব্যবসায়ীরালক্ষ্মী-গণেশহালখাতাপুজোকরেন। তাই মনে করা হয় সংসারে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সার্বিক উন্নতির জন্য এই মাসে গণেশ পুজো করা অত্যন্ত শুভ।

আরও পড়ুন- নতুন বছরে মঙ্গলের যোগ, কোন রাশির ঘরে কেমন প্রভাব থাকবে জেনে নিন


হিন্দু সম্পদ্রায়ে সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধির দেবতা এই গনপতি। হিন্দুশাস্ত্র মতে মনে করা হয়, যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়। হিন্দু পুরাণ মতে, ভক্তদের মনবাঞ্ছা পূরণ করতেই শিব-পার্বতী পুত্র মর্তে অবর্তীণ হয়েছিলেন। শুধুমাত্র দেশেই নয় দেশের বাইরেও এই দেবতা ততটাই জনপ্রিয়। সমস্ত নিয়ম মেনে এই ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবারে গণেশের উপাসনা করলে সকল মনের আশা পূর্ণ হয়। তবে জেনে নেওয়া যাক কীভাবে গণেশ পুজো করে সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন।



আরও পড়ুন- কর্পূর-ঘি-চন্দন ব্যবহার করে কাটিয়ে ফেলুন বাস্তুদোষ, রইল সহজ উপায়

পুজোর জন্য উপকরণ হিসেবে রাখুন- পানপাতা, সুপুরি, ধূপ-ধুনো, ঠাকুরের জন্য নতুন পোষাক, ফুল, দূর্বা, মোদক, নারকেল, চন্দন কাঠ।
গণেশ মুর্তি স্থাপনের নিয়ম- মূর্তি স্থাপনের আগে সেই জায়গা পরিষ্কার করে নিয়ে, শুদ্ধ কাপড়ে মূর্তি স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে।
যে কোনও পঞ্জিকায় এই মন্ত্র সহজেই পাওয়া যাবে।
এরপরেই ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন।
মূর্তিতে লাল চন্দনের টিকা দিয়ে, নারকেল ভেঙ্গে বাড়ির অশুভ শক্তি দূর করুন।
ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিনে অন্তত তিনবার আরতি করতে হবে।
এরসঙ্গে মোদক, লাড্ডু, ভোগ নৈবেদ্য নিজের সাধ্য মত দিয়ে সেরে ফেলুন গণেশ পুজো বাড়িতেই আর সংসার ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে।