সংক্ষিপ্ত
চাকরি না পাওয়াটাও যেমন একটা ঝক্কির তেমনই চাকরি পাওয়া হয়ে গেল তা চালিয়ে যাওয়াটাই ভীষণ ঝক্কির বিষয়। অনেকেই আছেন চাকরি করতে গিয়ে নানান সমস্যায় পড়েন। কারণই চাকরি পাওয়ার পরও বেতন নিয়ে যেন সমস্যা লেগেই থাকে। হয়তো যে পরিমাণ আপনি কাজ করছেন সেই পরিমাণ মতো আপনি টাকা পাচ্ছেন না। যার ফলে মাসের শেষে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে। এত পরিশ্রমের পর বেতন না পেলে সারা মাসের কসরতটা যেন বিফলে যায়। তার উপর অগ্নিমূল্য বাজারে যেহারে জিনিসের দাম বাড়ছে তাতে অনেকেই সমস্যায় পড়েছেন। মহাসঙ্কট পরিস্থিতিতে টাকা-পয়সার সমস্যায় সকলেই কম-বেশি নাজেহাল। কারোর কাজের সমস্যা তো কারোর টাকা পয়সার সমস্যা। তবে এই সমস্যা সমাধানের কোনও রাস্তা খুঁজে পাচ্ছেন না। কীভাবে টাকা পয়সা ধরে বাড়াবেন তা নিয়েই চিন্তা বাড়ছে।
চাকরি না পাওয়াটাও যেমন একটা ঝক্কির তেমনই চাকরি পাওয়া হয়ে গেল তা চালিয়ে যাওয়াটাই ভীষণ ঝক্কির বিষয়। অনেকেই আছেন চাকরি করতে গিয়ে নানান সমস্যায় পড়েন। কারণই চাকরি পাওয়ার পরও বেতন নিয়ে যেন সমস্যা লেগেই থাকে। হয়তো যে পরিমাণ আপনি কাজ করছেন সেই পরিমাণ মতো আপনি টাকা পাচ্ছেন না। যার ফলে মাসের শেষে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে। এত পরিশ্রমের পর বেতন না পেলে সারা মাসের কসরতটা যেন বিফলে যায়। তার উপর অগ্নিমূল্য বাজারে যেহারে জিনিসের দাম বাড়ছে তাতে অনেকেই সমস্যায় পড়েছেন। মহাসঙ্কট পরিস্থিতিতে টাকা-পয়সার সমস্যায় সকলেই কম-বেশি নাজেহাল। কারোর কাজের সমস্যা তো কারোর টাকা পয়সার সমস্যা। তবে এই সমস্যা সমাধানের কোনও রাস্তা খুঁজে পাচ্ছেন না। কীভাবে টাকা পয়সা ধরে বাড়াবেন তা নিয়েই চিন্তা বাড়ছে।
চাকরি করতে গেলে অনেক সমস্যাতেই পড়তে হয়। কারণ চাকরি করা মানেই অপরিচিত মানুষদের নিয়ে আপন করে চলা। তাদের মন জয় করে সবসময় চলতে হয়। আর নতুন চাকরির জায়গাতেই অনেক সময়েই মানিয়ে নিতে অসুবিধা হয়। কারণ সব মানুষ এক রকমের হয় না। আর তাদের সঙ্গে মানিয়ে নিতে না পারলে সমস্যা আরও বাড়তে থাকে। তার উপর যদি বেতন নিয়ে সমস্যা থাকে তাহলে তো কোনও কথাই নেই। টাকা নিয়ে সারাক্ষণই চিন্তা যেন লেগেই রয়েছে। তবে জ্যোতিষ মতে বেশ কয়েকটি টোটকা রয়েছে, যা আপনার বেতন বৃদ্ধিতে খানিকটা সাহায্য করতে পারে। কয়েকটি সহজ টোটকাতেই বেতন বাড়াতে পারবেন নিমেষে।
সকালে বা বিকালে যখনই স্নান করবেন , তখনই স্নানের জলের মধ্যে একটু জাফরান মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে স্নান করবেন। শাস্ত্রমতে মনে করা হয় এই ছোট্ট কাজটি নিয়মিত করলে বেতন যেমন বৃদ্ধি হয়। তেমনই আর্থিক উন্নতি হয়।
অফিসে আপনি যেখানে বসেন ঠিক সেই জায়গায় নিজের আরাধ্য দেবতার একটা ছবি রাখতে হবে। এছাড়া সব থেকে ভাল ও শুভ ফল পেতে অফিসের বসার জায়গা সিদ্ধিদাতা গণেশের ছবি রাখতে বলেন বিশেষজ্ঞরা।
অফিসের টেবিলে পুরোনো কোনও কিছুর বিল বা পুরোনো টেবিল ক্য়ালেন্ডার রাখবেন না। যদিও এতদিন রেখে থাকেন তবে কালই অফিসে গিয়ে তা সরিয়ে ফেলেন। এগুলি আপনার উন্নতিতে বাধার সৃষ্টি করে।
শাস্ত্রমতে, প্রতিদিন স্নান করে নিয়ম মতো জাফরান ও চন্দনের তিলক কপালে লাগিয়ে অফিস যাবেন তবেই দেখবেন বেতন কয়েকদিনের মধ্যে বেতন বৃদ্ধি পাবে।