Asianet News BanglaAsianet News Bangla

Astrology News: অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভরাশির উপর, দেখে নিন

 বাংলা বছরের একাদশ মাস অগ্রহায়ণ। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। জেনে নিন অগ্রহায়ণ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে।

Agrahayan 2021 how will effect on Aquarius BDD
Author
Kolkata, First Published Dec 4, 2021, 9:09 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের একাদশএবং শকাব্দের একাদশ মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এখন এটি বাংলা সালের একাদশমাস। কিন্তু এক সময় অগ্রহায়ণ ছিল বছরের একাদশমাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের একাদশমাস ধরা হত। জেনে নেওয়া যাক বছরের একাদশ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। তবে জেনে নেওয়া যাক এই মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগ্রহায়ণ মাসে কুম্ভ রাশির বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে, তাই সাবধানে থাকতে হবে এই মাসে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। 
 

আরও পড়ুন- ২০২২ সালে এই রাশিগুলির নিজস্ব বাড়ি থাকবে, জেনে নিন আপনার ভাগ্য কি বলছে

আরও পড়ুন- মহাভারতের মহাযুদ্ধের পর কেন অর্জুনের রথ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, জেনে নিন অজানা গল্প

আরও পড়ুন- এই ৩ রাশির মানুষ খুব সহজেই রেগে যায়, দেখে নিন তারা কারা

আরও পড়ুন- ২০২২ সালে ৮ রাশির উপর থাকবে শনির কু-নজর, জেনে নিন সেই তালিকা

আরও পড়ুন- ডিসেম্বর মাস থেকেই এই ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকা, বাড়বে ধন-সম্পদও

Follow Us:
Download App:
  • android
  • ios