সংক্ষিপ্ত

চন্দ্রকে মানুষের মনের কারক গ্রহ বলা হয়। আমাদের মন কী চাইছে, সে অস্থির নাকি শান্ত- সবই নির্ভর করে চন্দ্রের অবস্থানের ওপর। আর এক একটি রাশির ওপর চন্দ্রের প্রভাব এক এক রকম। এই প্রভাবেই সেউ চঞ্চল তো কেউ শান্ত। আজ জেনে নিন কীভাবে মুক্তি পাবেন চন্দ্র দোষ থেকে। 

বিভিন্ন গ্রহের প্রভাবে মানুষের জীবনে নানান পরিবর্তন হয়। তা কখনও হয় শুভ তো কখনও অশুভ। গ্রহের প্রভাবে যেমন মানুষের উন্নতি হতে পারে, তেমনই গ্রহের খারাপ প্রভাবে সাজানো সংসার নষ্ট হতে পারে। আজ রইল এমনই গ্রহ দোষ কাটানোর উপায়। জেনে নিন কীভাবে কাটাবেন চন্দ্র দোষ। 

চন্দ্রকে মানুষের মনের কারক গ্রহ বলা হয়। আমাদের মন কী চাইছে, সে অস্থির নাকি শান্ত- সবই নির্ভর করে চন্দ্রের অবস্থানের ওপর। আর এক একটি রাশির ওপর চন্দ্রের প্রভাব এক এক রকম। এই প্রভাবেই সেউ চঞ্চল তো কেউ শান্ত। আজ জেনে নিন কীভাবে মুক্তি পাবেন চন্দ্র দোষ থেকে। 

কাজে মন না বসলে, কোনও কাজে উৎসাহ না পেলে কিংবা সারাক্ষণ চঞ্চল অনুভব করলে জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। জ্যোতিষ মতে, চন্দ্র দোষ দেখা দিলে এমন হয়। 

চন্দ্র দোষ কাটাতে সোমবার জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন. প্রতি সোমহার কোনও গরিব বা ভিখারিকে আতপ চাল, সাদা নতুন বস্ত্র, দুধ ও সাদা পৈতে দান করুন। এতে চন্দ্র দোষ কেটে যাবে। এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

শিবের পুজো করলে চন্দ্র দোষ কেটে যায়। শিবের জটায় রয়েছে চন্দ্র। তাই এই দোষ কাটাতে শিবের পুজো করুন। প্রতি সোমবার ভোরে স্নান করে শিবের মাথায় জল ঢালুন। ১০৮ বার শিব মন্ত্র জপ করুন। এতে উপকার পাবেন। শিব পুজোর সময় চন্দন, চাল, বেল পাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, দুধ, গঙ্গাজল অর্পন করলে মহাদেব তুষ্ট হন। ভগবানের কৃপা পেলে সকল দুঃখ ঘুচে যাবে। সংসারের সকল জটিলতা কাটাতে শিবের পুজো করতে পারেন। জীবনের উন্নতি ঘটবে শিবের কৃপায়। এমনকী, চাকরি সংক্রান্ত সকল বাধা কেটে যাবে এই টোটকা পালনে।

মুক্ত ধারণেও মন শান্ত হতে চন্দ্র দোষ কেটে যাবে। মুক্তো রূপো দিয়ে বাঁধিয়ে কোনও ধারণ করুন। এতে চন্দ্র দোষ কেটে যাবে। অথবা সোমবার করে রূপোর জিনিস দান করতে পারেন। এই দানেও উপকার পাবেন। রুপোর জিনিস দান করা সম্ভব না হলে, আতপ চাল দান করুন। প্রতি সোমবার মেনে চলুন জ্যোতিষ টোটকা। এই তিন উপায় কেটে যাবে চন্দ্র দোষ। কয়েক দিনেই উপকার পাবেন।   

আরও পড়ুন- মেষ রাশির এই চার ধরনের স্বভাব প্রসঙ্গে সতর্ক থাকুন, এদের জন্য আপনি পড়তে পারেন বিপদে

আরও পড়ুন- প্রতি সোমবার মহাদেবকে এই সাতটি জিনিস অর্পন করুন, মিলবে ভগবান শিবের আশীর্বাদ

আরও পড়ুন- গ্রহের দোষ কাটাতে মেনে চলুন জবা ফুলের টোটকা, জেনে নিন কী করবেন