সংক্ষিপ্ত

চরিত্রের তারতম্যের জন্য কারও সঙ্গে কারও মিল হয় তো, কারও সঙ্গে নয়। আপনার স্বভাব কেমন তা বলে দেবে আপনার রাশি। আজ রইল দুই রাশির কথা। শাস্ত্র মতে, ধনু ও মীন রাশির বন্ধুত্ব হয় খুবই গাঢ়। জেনে নিন কেন এই দুই রাশির মধ্যে থাকে ভালো বন্ধুত্ব।   

এক এক জনের স্বভাব এক এক রকম। কেউ মিশুকে তো কেউ পারে আত্মকেন্দ্রিক। কোনও মানুষের স্বভাব বন্ধুত্বপূর্ণ তো কেউ অহংকারী। চরিত্রের তারতম্যের জন্য কারও সঙ্গে কারও মিল হয় তো, কারও সঙ্গে নয়। আপনার স্বভাব কেমন তা বলে দেবে আপনার রাশি। আজ রইল দুই রাশির কথা। শাস্ত্র মতে, ধনু ও মীন রাশির বন্ধুত্ব হয় খুবই গাঢ়। জেনে নিন কেন এই দুই রাশির মধ্যে থাকে ভালো বন্ধুত্ব।   

ধনু ও মীন রাশি দুজনেই একই গ্রহের জাতক জাতিকা। বৃহস্পতি হল ধনু রাশির গ্রহ। বৃহস্পতি ও নেপচুন হল মীন রাশির শাসক গ্রহ। সে কারণে এদের চরিত্রে বিস্তর মিল থাকে। মিল থাকে দুজনের মনেও। ফলে, এদের বন্ধুত্ব ভালো হয়। 

 ধনু ও মীন রাশি দুজনেই উচ্চাভিলাষী হন। এই মানসিকতার মিল থাকে ধনু ও মীন রাশি। এদের মনের মিল হয় বিস্তর। সে কারণে এদের বন্ধুত্ব হয় গাঢ়। এই দুই রাশির বন্ধুত্ব হলে তা সারা জীবন থাকে। 

ধনু ও মীন রাশির ছেলে মেয়েরা দুজনেই নমনীয় ও সর্বদা পরিবর্তনশীন হয়। এরা একে অপরকে খুবই বিশ্বাস করেন। সে কারণে এদের সম্পর্ক ভাঙা এত সহজ হয়। ধনু ও মীন রাশির সম্পর্ক খুবই মজবুত হয়। 

ধনু ও মীন রাশির ছেলে মেয়েরা একে অপরের কাছ থেকে শিখতে পছন্দ করেন। এরা দুজনই জ্ঞান ভাগ করে নেওয়ার পক্ষপাতি। সে কারণে এদের বন্ধুত্ব গাঢ় হয়। মানসিকতার মিল থাকার জন্য এদের এত মিল। 

শাস্ত্র মতে, অতিরিক্ত সংবেদনশীল হন মীন রাশির ছেলে মেয়েরা। এদের মনে আঘাত দিয়ে কথা বলবেন না। এরা সহজে খুব দুঃখ পেয়ে যায়। কেউ এদের দুঃখ দিলে এরা সহজে ভুলতে পারে না। তাই মীন রাশির সঙ্গে সম্পর্কে জড়ালে এই কথা সব সময় মনে রাখবেন। অন্য দিকে, ধনু রাশির ছেলে মেয়েরা স্বাধীনচেতা মানসিকতার হয়ে থাকে। কেউ এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এরা রেগে যায়। এদের মনে অবিশ্বাস, সন্দেহের তেমন কোনও জায়গা নেই। এই দুই রাশি সম্পর্কে সব সময় মনে রাখুন এই কয়টি জিনিস। জেনে নিন ধনু ও মীন রাশির বন্ধুত্ব হওয়ার আসল কারণ। তাই এবার থেকে সুসম্পর্ক বজায় রাখতে মেনে চলুন এই টোটকা। 

আরও পড়ুন- সদ্য মীন রাশির জাতিকার প্রেমে পড়েছেন, তাদের সম্পর্কে এই কয়টি কথা সব সময় মনে রাখবেন

আরও পড়ুন- রান্নাঘরে এই ধাতুর পাত্র নিয়ে আসে সৌভাগ্য, জেনে নিন রান্নাঘরের এই বাস্তু নিয়মগুলি

আরও পড়ুন- এটাই বাংলার প্রধান দুর্গাপুজো, জেনে নিন বাসন্তী পুজোর মাহাত্ম্য ও সূচণা