সংক্ষিপ্ত

বিশেষ তিথিতে লক্ষ্মী-গণেশের পুজো হয়। ব্যবসা ক্ষেত্রে দিনটির গুরুত্ব বিস্তর। এই দিন নতুন কাজে হাত দেওয়াকে শুভ বলে মনে করা হয়। তেমনই এদিন দোকানে দোকানে হাল খাতা খোলার রীতি আছে। এই দিন কয়টি টোটকা পালনে সংসারে উন্নতি হবে। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন অন্ন দান করুন।

হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে একাধিক দেব দেবীর। আর সকল দেব দেবীর পুজা অর্চনার জন্য নির্দিষ্ট করা হয়েছে বিশেষ বিশেষ তিথি। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা সারাজীবন অক্ষত থাকবে। এই বিশেষ তিথিতে লক্ষ্মী-গণেশের পুজো হয়। ব্যবসা ক্ষেত্রে দিনটির গুরুত্ব বিস্তর। এই দিন নতুন কাজে হাত দেওয়াকে শুভ বলে মনে করা হয়। তেমনই এদিন দোকানে দোকানে হাল খাতা খোলার রীতি আছে। 

এবছর তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র। সে কারণে বিশেষ যোগ তৈরি হচ্ছে। এবছর ৩ মে এবছর পালিত হবে অক্ষয় তৃতীয়া। ৩ মে সকাল ৫টা বেজে ১৯ মিনিটে তিথি শুরু হচ্ছে। তা চলবে ৪ মে সকাল ৭টা বেজে ৩৩ মিনিট পর্যন্ত। তৃতীয়া। এই তিথিতে লক্ষ্মী ও গণেশের পুজো হয়। এই দিনটি জ্যোতিষ শাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ দিন। এই দিন কয়টি টোটকা পালনে সংসারে উন্নতি হবে। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন অন্ন দান করুন। এতে আপনার পরিবারে কোনও দিন অন্নের অভাব হবে না। জ্যোতিষ মতে, অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্রদের চাল দান করা শুভ। এর সঙ্গে দিতে পারেন ডাল, চিনি, তিল। চাইলে বস্ত্রও দান করতে পারেন। শাস্ত্র মতে,  তৃতীয়ার দিন অন্ন দান করলে সংসারে কোনও দিন অন্নের অভাব হবে না। 

আবার মেনে চলতে আরও একটি টোটকা। এই দিন কলসি দান করতে পারেন। সৌভাগ্য পেতে বেশ উপকারী এই টোটকা। শাস্ত্র অনুসারে, এই দিন বাড়িতে থাকা পিতলের দুটি কলসি পুজো করুন। একটি কলসিতে জল ভরে তাতে কালো তিল, চন্দন ও সাদা ফুল দিন এবং দ্বিতীয় কলসিতেও জল ভরুন। এটি ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। এতে হলুদ ফুল, চন্দন ও পঞ্চামৃত দিন। এবার তা পুজো করুন। পুজো শেষে এই কলসি দান করুন। এতে পুণ্য লাভ করবেন। সঙ্গে সৌভাগ্য ফিরে পাবেন। এমনকী, জীবনের সকল জটিলতা কেটে যাবে। শাস্ত্র মতে এই টোটকা বেশ উপকারী। 

এবছর সৌভাগ্য ফিরে পেতে অক্ষয় তৃতীয়ায় পালন করুন এই সকল টোটকা। দান করলে পূণ্য লাভ হয়। সঙ্গে দান করলে আর্থিক বৃদ্ধিও ঘটে, কেটে যায় জীবনের সকল বাধা। সে কারণে এই শুভ তিথিতে অন্ন দান করুন।    

আরও পড়ুন- মঙ্গলবার সূর্যোদয়ের সময় পালন করুন এই টোটকা, জীবনের সকল বাধা কেটে যাবে

আরও পড়ুন- মেষ রাশির জাতক জাতিকারা মেনে চলুন এই সকল টোটকা, জীবনের সব কাজে সাফল্য পাবেন

আরও পড়ুন- গ্রহদোষ কাটাবে খাবারের গুণে, রোজ খাদ্যাতালিকা কয়টি খাবার রাখুন বুধের অবস্থানের উন্নতি হবে