সংক্ষিপ্ত
শাস্ত্র মতে, ন্যায়ের দেবতা হলেন তিনি। কোষ্ঠিতে তিনি শীর্ষে থাকলে ব্যক্তি সব কাজে সফল হবেন। আর শনি দূর্বল থাকলে নানা রকম সমস্যা দেখা দেবে। জ্যোতিষ শাস্ত্রে কয়টি টোটকার উল্লেখ আছে। যা শনি গ্রহের স্থানকে মজবুত করে। শনির অবস্থান মজবুত না হলে ব্যর্থতা আপনার পিছু হটবে না। এমনকী, হাজার প্রচেষ্টার পরও সাফল্য আসবে না শনি দেবতার অবস্থানের জন্য।
কখনও সময় ভালো যাচ্ছে, তো কখনও খারাপ। কখনও অল্প প্রচেষ্টাতেই সফল হন তো কখনও কঠিন পরিশ্রম করেও কোনও লাভ হয় না। উপরন্তু, একের পর এক ক্ষতি হতে থাকে। এই সকল জটিলতা থেকে মুক্তি পেতে হাজার রকম প্রচেষ্টা আমরা করে চলি। তাতেও যদি সফল না হন, তাহলে মেনে চলুন জ্যোতিষ টোটকা।
শাস্ত্র মতে, ন্যায়ের দেবতা হলেন তিনি। কোষ্ঠিতে তিনি শীর্ষে থাকলে ব্যক্তি সব কাজে সফল হবেন। আর শনি দূর্বল থাকলে নানা রকম সমস্যা দেখা দেবে। জ্যোতিষ শাস্ত্রে কয়টি টোটকার উল্লেখ আছে। যা শনি গ্রহের স্থানকে মজবুত করে। শনির অবস্থান মজবুত না হলে ব্যর্থতা আপনার পিছু হটবে না। এমনকী, হাজার প্রচেষ্টার পরও সাফল্য আসবে না শনি দেবতার অবস্থানের জন্য।
এবার, শনি গ্রহকে মজবুত করতে ধুতুরার শিকড় ধারণ করুন। গলা অথবা কোমরে পরতে পারেন। তবেই এই ধুতুরা শিকড় ধারণে নির্দিষ্ট নিয়ম আছে। শনিবার দিন এটি ধারণ করতে হয়। ধুতুরা গাছের শিকড় দোকানে কিনতে পাবেন। তা শনিবার দিন স্নান করে ধারণ করে নিন। একটি উদ্দেশ্য নিয়ে ধারণ করবেন এতে সুফল পাবেন।
কোষ্ঠিতে শনি গ্রহের অবস্থান খারাপ থাকলে জীবনে নানা রকম বাধা আসে। আর্থিক ক্ষতি থেকে পারিবারিক জটিলতা চলতেই থাকে। সঙ্গে দুর্ভোগ লেগে থাকে। চাকরি না পাওয়া, পরীক্ষায় ব্যর্থ হওয়া এমনকী দীর্ঘদিন শারীরিক জটিলতার কারণ হতে পারে শনি গ্রহের অবস্থান। এক্ষেত্রে ধারণ করুন মূল। শনি গ্রহের স্থান উচ্চ স্থিতিতে না থাকলে কোনও কাজে সফল হওয়া এমনকী প্রাপ্য সম্মান টুকু পাওয়া কঠিন। তাই মেনে চলুন এই বিশেষ টোটকা।
জ্যোতিষ শাস্ত্রে, মূল ধারণের বিস্তর ভূমিকা আছে। হয়তো নানা কারণে কোনও কাজে সফল হচ্ছেন না। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অসফল হচ্ছেন। সেক্ষেত্রে ধুতুরা গাছের মূল ধারণ করতে পারেন। এতে উপকার পাবেন। তাই সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন এই ধুতুরা গাছের টোটকা। মূল ধারণ করে সকল জটিলতা থেকে মুক্তি পাবেন। শনির দোষ থাকে অনেকের কোষ্ঠীতে। সেই দোষও কাটানো সম্ভব। শাস্ত্রে শনির দোষ কাটাতে একাধিক উপায়ের কথা বর্ণিত আছে। তাই সঠিক তথ্য সংগ্রহ করে মেনে চলতে পারেন সেই সকল টোটকা।
আরও পড়ুন- সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন বেল গাছের টোটকা, জেনে নিন কী করবেন