সংক্ষিপ্ত
শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
গোটা দিন সকলের নানা পরিকল্পনা থেকে থাকে। দিনের শুরুতে সকলে ঠিক করে নিয়ে থাকেন কখন কোন কাজ করবেন। কোন কাজে কত সময় ব্যয় করবেন। এই অনুসারে, গোটা দিন পরিকল্পনা মতো করে কাটাতে চান সকলে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, বৃহস্পতিবার দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে। আজ কারা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের। রইল বিশেষ তালিকা।
মেষ রাশি
২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজ গোটা দিন নানান কাজে বাধা আসতে পারে। গ্রহের পরিবর্তনের কারণে দিন হতে পারে জটিল। আজ আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ গোটা দিন নানান জটিলতার সম্মুখীন হতে পারেন। আড সংবেদনশীল না হয়ে কঠিন হতে পারেন। আজ আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। সতর্ক থাকলে মিলবে উপকার।
ধনু রাশি
২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজ ধনু রাশির জন্য কঠিন দিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে নানান জটিলতার সম্মুখীন হতে পারেন। আজ কাউকে গোপন পরিকল্পনা জানাবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। গোটা দিন সতর্ক থাকুন।
মকর রাশি
২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ মনের কথা প্রকাশ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। আজ মন শক্ত রাখুন। আজ আবেগে ভেসে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ কাউকে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। আজ মনের ভাবনা সঠিক রাখুন। মনে কোনও নেতিবাচক অনুভূতি আসতে দেবেন না।
আরও পড়ুন
বুধবার সঙ্গীর সঙ্গে কেমন কাটবে ১২ টি রাশির, দেখে নিন ২১ জুন আপনার প্রেমের অবস্থা
বুধবার মেষ থেকে মীন রাশির আর্থিক উন্নতি কেমন থাকবে, দেখে নিন ২১ জুন-এর আর্থিক অবস্থা
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বুধবার দিনটি, রইল জ্যোতিষ গণনা