সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের আজ শেষ দিন। কাল থেকে শুরু হবে উৎসব। ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত টানা সাতদিন চলতে থাকে উৎসব। এই সময় পার্টি, পিকনিক থেকে গেট টুগেদারে অংশ নিয়ে থাকেন অনেকে। এই কটা দিন প্রতি বছরই সকলে নিজের মতো করে কাটান। তেমনই সপ্তাহের আজ শেষ দিন। তাই গোটা সপ্তাহে জমে থাকা সব কাজ শেষ করার আজ একটি মাত্র দিন। এই গোটা দিন অনেকেই থাকেন চিন্তায়। কী করবেন, কী করবেন না ঠিক করে উঠতে পারেন না। তেমনই পরিকল্পনা মতো সব সম্পন্ন হবে কি না নিয়ে থাকেন চিন্তায়। সেই অনুসারে, আজ এই তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য।

কর্কট রাশি

২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল কর্কট রাশি। এই রাশির জন্য আজকের দিনটি কঠিন। আজ নানা কাজে আসতে পারে বাধা। হতে পারে জটিলতা। কোনও নতুন বিষয় আজ হাত না দেওয়াই ভালো। নতুন কাজে আজ সফল নাও হতে পারেন। এতে মন হতাশ হবে। তাই থাকুন সতর্ক।

কন্যা রাশি

২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশির হল কন্যা। এই রাশির ছেলে মেয়েদের জন্য দিনটি কঠিন। আজ হতাশা জনক কোনও খবর পেতে পারেন। এতে মন হবে ভারাক্রান্ত। তেমনই কোনও কাজে হাত না দিলে মিলবে উপকার। নতুন কাজে আজ ব্যর্থ হতে পারেন। মেনে চলুন এই বিশেষ টিপল। আজ কোনও খারাপ সংবাদে মন হতাশ হতে পারে। আজকের দিনটি কঠিন হতে চলেছে।

তুলা রাশি- ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি রাশির তুলা। আজ তুলা রাশির জন্য কঠিন দিন। গোটা দিন পেতে পারেন নানান বাধা। আজকের পরিকল্পনা মাফিক কাজে ব্য়র্থ বতে পারেন তুলা রাশির ছেল মেয়েরা। কোনও বিবাদ থেকে দূরে থাকতে পারেন। আপনার আচরণে কেউ কষ্ট পেতে পারেন। তা না হলে বতে পারে নানান বিবাদ।

 

আরও পড়ুন-

দেখে নিন প্রেমের ক্ষেত্রে কার দিন কেমন, কার জীবনে আসবে নতুন মানুষ, কার হবে অশান্তি

কেরিয়ার সম্পর্কিত সমস্যা সমাধান হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শুক্রবার এই রাশিগুলির অফিসে সতর্ক থাকতে হবে, দেখে নিন আজকের রাশিফল