জামাইষষ্ঠীতে রাহু, শনি, কেতু সহ একাধিক গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে কন্যা, তুলা, কুম্ভ ও ধনু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন। জুন মাসে গুরু ও সূর্যের রাশি পরিবর্তনের সাথে সাথে মেষ, বৃষ, ধনু, সিংহ, কন্যা ও তুলা রাশির জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

বৈদিক শাস্ত্রে একাধিক গ্রহ ও নক্ষত্রের উল্লেখ আছে। তেমনই উল্লেখ আছে একাধিক যোগের কথা। বিভিন্ন সময় এই সকল গ্রহ ও নক্ষত্র তাদের অবস্থা পরিবর্তন করে থাকে। যার দ্বারা তৈরি হয় বিভিন্ন যোগ। এর দ্বারা উপকৃত হন বিভিন্ন রাশির জাতক জাতিক।

রবিবার পালিত হচ্ছে জামাইষষ্ঠী। শাস্ত্র মতে, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন রাহু, শনি, কেতু-সহ একাধিক গ্রহের অবস্থার পরিবর্তন হবে। এতে শুভ প্রভাব পড়বে চার রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে আছে। জুন মাসে কাদের কপাল খুলবে। কাদের ভাগ্যে আসবে বদল। দেখে নিন সেই তালিকা। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না। রইল চার রাশির কথা। এদের ভাগ্য বদল হবে শীঘ্রই। 

কন্যা রাশি

জামাইষষ্ঠীর দিনে কন্যা রাশির ভাগ্য বদল হবে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে চলে আসা সব সমস্যা থেকে মিলবে মুক্তি। মানসির শান্তি ফিরে পাবেন কন্যা রাশির জাতক জাতিকা।

তুলা রাশি

কপাল খুলবে তুলা রাশির। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হবে। কর্ম জীবনে হবে উন্নতি। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। সময় অনুকূল এই কয় রাশির। ভাগ্য খুলবে এই সব রাশির। 

কুম্ভ রাশি

এই সময় ভাগ্য খুলবে কুম্ভ রাশির। কর্মজীবনে উন্নতির যোগ আছে প্রবল। ব্যবসায় হবে উন্নতি। তেমনই আয় বাড়বে এই সময়। এই সময়টি পড়াশোনার জন্য বেশ ভালো। পড়ুয়াদের জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।

ধনু রাশি

এই সময় লাভবান হবেন ধনু রাশির জাতক জাতিকা। কর্মক্ষেত্রে আসবে সাফল্য। তেমনই পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। সম্পত্তি লাভ হবে এই সময়।

এদিকে জুন মানে ভাগ্য খুলবে আরও কয় রাশির। ১২ জুন গুরু (বৃহস্পতি) মিথুন রাশিতে প্রবেশ করবে। প্রায় ২৭ দিন ধরে অস্তমিত অবস্থায় থাকবে। এর প্রভাবে মেষ, বৃষ এবং ধনু রাশির জীবনে সুখের সময় শুরু হবে। কপাল খুলবে এই তিন রাশির। অন্যদিকে, ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে সিংহ, কন্যা, তুলা রাশির জীবনে শুভ প্রভাব পড়বে। এই সময় জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। এই সময়টি বেশ অনুকূল এই সকল রাশির জন্য। সব মিলিয়ে গোটা জুন মাস জুড়ে একাধিক রাশির জীবনে আসবে শুভ পরিবর্তন।